Advertisement
Advertisement
Kajol

‘যৌনসুখ তো পেতেই হবে!’, মহিলাদের যৌনতা নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য কাজলের

আর কী বললেন অভিনেত্রী?

Kajol says female pleasure should be normalised like eating and drinking| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 28, 2023 8:22 pm
  • Updated:June 28, 2023 8:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল ফেলে দিয়েছে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ লাস্ট স্টোরিস টু। যৌনতা নিয়ে সব ট্য়াবু ভাঙতে যে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে, তা বোঝা যাচ্ছে এর ঝলকেই। তবে শুধু ট্রেলারেই নয়। এই সিরিজের অন্যতম অভিনেত্রী কাজলও জানিয়ে দিলেন, যৌনসুখের প্রতি আসক্তি থাকা কোনও অপরাধ নয়!

সম্প্রতি এক বিনোদনমূলক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে কাজল জানান, ”যৌনতা বিষয়টা নিয়ে আরও খোলামেলা আলোচনা হওয়া উচিত। খাওয়া-দাওয়ার মতো যৌনতাও খুবই স্বাভাবিক একটা বিষয়। তাই যৌন সুখ চাওয়ার মধ্য়ে কোনও ক্ষতি নেই। পুরুষদের পাশাপাশি মহিলাদের রতিসুখকেও স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত। গোপন করার বদলে এটা নিয়ে স্বাভাবিক কথাবার্তা বলা উচিত।”

Advertisement

শরীর থাকলে লালসা থাকবে। সেই লালসাকে ভিত্তি করেই ‘লাস্ট স্টোরিজ ২’র একটি গল্প পরিচালনা করেছেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma)। বাস্তবকে ভিত্তি করেই গল্প সাজিয়েছেন পরিচালক। কীভাবে এর সূত্রপাত হয়েছিল। জানিয়েছেন সেকথা।

Advertisement

[আরও পড়ুন: ‘সাবধান ঝড় আসছে…’, শাশ্বতকে সঙ্গে নিয়ে ফিরছে রাজের ‘প্রলয়’, প্রথম ঝলকেই চমক!]

কঙ্কনার গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ। অম্রুতা পরিচারিকার ভূমিকায় অভিনয় করেছেন আর তিলোত্তমা ফ্ল্যাটের মালকিন। পরিচারিকাকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত অবস্থায় দেখে ফেলে তিলোত্তমার চরিত্র। তাতেই শুরু হয় সমস্যা। কীভাবে এই গল্প মাথায় এল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কঙ্কনা জানান, দু’জন মানুষকে এভাবেই উদ্দাম যৌনতায় লিপ্ত অবস্থায় দেখে ফেলেছিলেন তাঁর বন্ধু। সেকথা জানাতেই এই গল্পের কথা মাথায় আসে।

প্রসঙ্গত, ভালবাসায় যৌনতা আর অচ্ছ্যুৎ নয়। এই বার্তাই ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এ দিতে চেয়েছিলেন চার পরিচালক অনুরাগ কশ্যপ, জোয়া আখতার, করণ জোহর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবারে নতুন চার গল্প নিয়ে আসছেন আর বালকি, সুজয় ঘোষ, অমিত শর্মা ও কঙ্কনা শর্মা। অম্রুতা, তিলোত্তমা ছাড়াও অন্যান্য গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজল, নীনা গুপ্ত, কুমুদ মিশ্র, বিজয় বর্মা, তামান্না ভাটিয়া, ম্রুণাল ঠাকুর ও অঙ্গদ বেদী।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ‘সত্যবতী’ রুক্মিণী মৈত্র! ছবি প্রকাশ্যে আনলেন ‘ব্যোমকেশ’ দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ