Advertisement
Advertisement
Project K Kamal Haasan

দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট

কত কোটি পারিশ্রমিক নিলেন কমল হাসান? শুনলে মাথা ঘুরে যাবে।

Kamal Haasan joins ‘Project K’ alongside Amitabh Bachchan, Prabhas, Deepika ISangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 25, 2023 1:59 pm
  • Updated:June 25, 2023 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ নিয়ে বড়সড় আপডেট। রবিবারোয়ারি দুপুরে নতুন ঘোষণায় চমকে দিলেন নির্মাতারা। অমিতাভ বচ্চন, প্রভাস-দীপিকাদের সঙ্গে এবার এই সিনেমার কাস্টিংয়ে জুড়ল আরও এক বড় নাম। কমল হাসান। দক্ষিণী সুপারস্টারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘প্রজেক্ট কে’তে।

শোনা যাচ্ছে, এমন অবতারে নাকি এর আগে কখনও দেখা যায়নি কমল হাসানকে। অতঃপর বলিউডের মেগাস্টারের সঙ্গে দক্ষিণী সুপারস্টারের দ্বৈরথ যে ‘প্রজেক্ট কে’ যে এক অন্য মাত্রায় পৌঁছে দিল, তা বলাই বাহুল্য। দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কমল হাসান। তবে ‘প্রজেক্ট কে’র জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নাকি হাঁকিয়েছেন কমল হাসান। যে টাকার অঙ্ক শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

Advertisement

[আরও পড়ুন: একমাথা পাকা চুল, বয়সের ভারে নুইয়ে পড়েছেন! চোখেমুখে ক্লান্তি, এ কী হাল অমিতাভের?]

৫০০ কোটি বাজেটের এই ছবিতে একাই ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কমল হাসান। যা প্রভাসের পারিশ্রমিকের দ্বিগুণ। সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে দীপিকা এবং অমিতাভের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনও বাকি। ভিএফএক্স, গ্রাফিকসে ভরপুর ‘প্রজেক্ট কে’ ছবি দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement