Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

একমাথা পাকা চুল, বয়সের ভারে নুইয়ে পড়েছেন! চোখেমুখে ক্লান্তি, এ কী হাল অমিতাভের?

বিগ বির নতুন ছবি নিয়ে শোরগোল নেটপাড়ায়।

Amitabh Bachchan's look from Project K got leaked | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 24, 2023 12:45 pm
  • Updated:June 24, 2023 12:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের মেগাস্টার। বলিউড শাহেনশা। আর সাতের দশকের সেই ‘অ্যাংরি ইয়ংম্যান’-এর চেহারার কিনা এই হাল? একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!

এ কী হাল বিগ বির? এমন কৌতূহল মনে উঁকি দেওয়া অস্বাভাবিক নয়! তবে বাস্তবে তেমন কিছু হয়নি। অমিতাভের আগামী বিগ বাজেট সিনেমায় এমন লুকেই দেখা যাবে তাঁকে। নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’। ২০২০ সালে যে ছবির স্টারকাস্ট ঘোষণা হওয়ার পর থেকেই দর্শক-অনুরাগীদের উত্তেজনার পারদ চড়েছে। ‘প্রজেক্ট কে’তে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন অমিতাভ বচ্চন।

Advertisement

[আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার সংসারে ভাঙন? ঝগড়া-ফোন ভাঙা! ভাইরাল টুইটে জল্পনা তুঙ্গে]

‘প্রজেক্ট কে’ সিনেমা থেকেই অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসেই এই ছবির এক অ্যাকশন সিকোয়েন্সে শুট করার সময় বুকে চোট পেয়েছিলেন অভিনেতা। তবে বর্তমানে সেরে উঠে ফের শুটিংয়ে ফিরেছেন। মুম্বইয়ের এক স্টুডিওতেই ‘প্রজেক্ট কে’র সেট তৈরি হয়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে অমিতাভ বচ্চনের লুক।

[আরও পড়ুন: ‘ভারতীয়রা ফর্সা নন?’, খুশি-সুহানার ‘আর্চিস’ বর্ণবিদ্বেষের শিকার হতেই কষিয়ে জবাব জোয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement