BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘এদেশেও শুটিংয়ে যখন তখন মৃত্যু হতে পারে!’ অ্যালেক বল্ডউইনের ঘটনার পর বলিউডকে কটাক্ষ কঙ্গনার

Published by: Akash Misra |    Posted: October 23, 2021 5:03 pm|    Updated: October 23, 2021 5:31 pm

Kangana Ranaut reacts on Alec Baldwin incident | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড ছবির শুটিংকে বিপদজনক বলে কটাক্ষ করলেন ‘কুইন’ ছবির অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘বলিউড ছবির শুটিং করতে গিয়ে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি!’

তা হঠাৎ বলিউডের উপর কেন রেগে গেলেন কঙ্গনা?

গতকালই খবরে আসে, শুটিং সেটে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন (Alec Baldwin)। আহত অবস্থায় চিত্রগ্রাহককে হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় আহত হয়েছেন ছবির পরিচালকও। হলিউড থেকে আসা এই খবরটা জানতে পেরেই কঙ্গনা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন বলিউডের উপর। ইনস্টাগ্রামে কঙ্গনা পোস্ট করে বলিউডের প্রযোজক, শুটিংয়ের কায়দাকে একহাত নেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: ‘NCB দপ্তর সিনেমার সেট নয়’, দেরিতে হাজিরা দেওয়ায় অনন্যাকে তোপ সমীর ওয়াংখেড়ের]

কঙ্গনা তাঁর পোস্টে লেখেন, ‘হলিউড ছবির শুটিংয়ে দুর্ঘটনায় মৃত্য়ুর ঘটনা আমাকে মনে করিয়ে দিল, আমিও বহুবার শুটিং করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলাম। গোটা ব্য়াপারটাই দায়িত্বে থাকা লোকজনের অবহেলার জন্য হয়ে থাকে। অনেক সময়ই অ্য়াকশন দৃশ্যে যে ধরনের বিস্ফোরণ দেখানো হয়, তা বিপদ ডেকে আনে। তাই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের একটা নিয়ম তৈরি হওয়া উচিত। না হলে বলিউড অভিনেতাদের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে।’

সংবাদ সংস্থা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের নতুন ছবির শুটিং চলছিল। মেকআপ ভ্য়ান থেকে নেমে শুটিং স্পটে হাজির হন অ্যালেক বল্ডউইন। ততক্ষণে টেকনিশিয়নরা তৈরি শুটিংয়ের জন্য। একটি অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ের সময়ই হঠাৎ খেলনা বন্দুকের হাতে নিয়ে গুলি চালালেন অ্যালেক বল্ডউইন। সঙ্গে সঙ্গে ছবির মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স মাটিতে লুটিয়ে পড়লেন। গালিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে আহত পরিচালকের চিকিৎসা চলছে। এই ঘটনাকে টেনে এনেই বলিউড অভিনেতাদের সতর্ক করলেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: লাদাখে গিয়ে ‘৩ ইডিয়টস’ ছবির নস্ট্যালজিয়া উসকে দিলেন মনামী, ফেরালেন করিনার স্মৃতি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে