Advertisement
Advertisement
Kangana Ranaut

‘করণ জোহরকে জেলে পাঠাব!’ হুশিয়ারি কঙ্গনা রানাউতের

হঠাৎ এমন কেন বললেন কঙ্গনা?

Kangana Ranaut says she wants to lock up Karan Johar in her jail | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 18, 2022 7:03 pm
  • Updated:February 18, 2022 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত ও করণ জোহরের মধ্যে ঝামেলা নতুন নয়। সেই ‘কফি উইথ করণে’ কঙ্গনার নেপোটিজম মন্তব্য থেকে শুরু। বলিউডে যত দিন এগিয়েছে, করণ-কঙ্গনার তরজা বেড়েই চলেছে। তার উপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা যেভাবে করণ জোহরকে, এই মৃত্যুর জন্য দায়ী করেছিলেন, তাতে সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠেছিল। সে ঝামেলা চলছে এখনও। সুযোগ পেলেই, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না কঙ্গনা ও করণ। আর এবার সেই বিতর্কের আগুনেই আরও বারুদ ঢাললেন কঙ্গনা নিজেই। নতুন টিভি শোয়ের প্রচারে এসে কঙ্গনা স্পষ্ট জানালেন, পরিচালক করণকে তিনি জেলে পাঠাতে চান!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রযোজক একতা কাপুরের নতুন রিয়্যালিটি শো লকআপে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো। সেই শোয়ে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাঁদের। এই শোয়ের প্রচারেই কঙ্গনা বলেন, ‘আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পুরতে চাই। আর তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা। একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি।’

Advertisement

[আরও পড়ুন: ‘কমরেডের মেয়ের এই হাল!’, গোয়ার সৈকতে বিকিনি পরা ঊষসীকে দেখে কটাক্ষ নেটিজেনদের]

গুঞ্জন বলছে, ‘বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। তবে সত্যিই সঞ্চালক হিসেবে সলমনকে টেক্কা দিতে পারবেন কিনা কঙ্গনা, তা তো সময় বলবে। ২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো। 

[আরও পড়ুন: সানি লিওনির প্যান কার্ড ব্যবহার করে লোন নিলেন যুবক! তারপর… ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement