Advertisement
Advertisement
Kangana Ranaut

‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার

কংগ্রেস শাসিত হিমাচল সরকারকে ফের একহাত নিলেন অভিনেত্রী।

Kangana Ranaut slams Himachal Govt after Failed attempt to donate relief fund| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 6, 2023 1:06 pm
  • Updated:October 6, 2023 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার চেষ্টা করেও হিমাচল প্রদেশ সরকারের ত্রাণ তহবিলে অনুদান দিতে পারছেন না। নিজের জন্মস্থানের এমন দুর্দিনে পাশে থাকতে না পেরে ভয়ঙ্কর চটেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যার জেরে হিমাচলের কংগ্রেস সরকারকে তোপ দাগতেও পিছপা হলেন না অভিনেত্রী।

গত আগস্ট মাসেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় হিমাচল, উত্তরাখণ্ডে। প্রকৃতির প্রতিশোধ? সবুজ প্রকৃতি তথা ভৌগলিক চরিত্রকে গুরুত্ব না দিয়ে মানুষের লাগামছাড়া অপকর্মেই কি বিভীষিকার মুখোমুখি উত্তরের দুই রাজ্যে? ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। একটানা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভয়াবহ দুর্যোগে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও উত্তরাখণ্ড (Uttarakhand) একেবারে ক্ষত-বিক্ষত। যার জেরে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকারকে একহাত নিলেন কঙ্গনা।

Advertisement

এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে ‘হিমাচলিকন্যা’ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut Himachal) মন্তব্য, “বন্যা কবলিত হিমাচলের সরকারি ত্রাণ তহবিলে টাকা পাঠানোর জন্য আমি আর আমার টিম অন্তত ৫০-৬০ বার চেষ্টা করেছি, তবে ওই প্রদেশের সরকারের এতটাই দুরাবস্থা যে আপৎকালীন কোষাগারও ঠিক করে সামলাতে পারছে না। এতবার চেষ্টা করেও কোনও টাকা পাঠাতে পারিনি। কী লজ্জার বিষয়।”

Advertisement

[আরও পড়ুন: জ্যাকলিনের ছবিতে কুমন্তব্য মিকার, জেলে বসেই গায়ককে আইনি নোটিস ধরালেন ঠগ সুকেশ!]

প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই গেরুয়া শিবির সমর্থক অভিনেত্রী। একাধিকবার নিজের কাজেকর্মে কিংবা মন্তব্যে সেটা বুঝিয়ে দিয়েছেন। বিরোধী রাজনৈতিক শিবিরগুলোকে কটাক্ষ করার সুযোগ পেলেই হল, ছেড়ে কথা বলেন না অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের সরকারি ত্রাণ তহবিলে অনুদান পাঠাতে না পেরে কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত।

উল্লেখ্য, গত আগস্ট মাসে হিমাচলের ভয়ংকর প্রলয়ের পর দুঃখপ্রকাশ করে ভূমিকন্যা কঙ্গনা রানাউত বলেছিলেন, “হিমাচলে বৃষ্টি, বান থামছেই না। পাহাড় ধসে যাচ্ছে। সর্বস্ত্র রাস্তা বন্ধ। কোথাও বৈদ্যুতিন যোগাযোগ বিচ্ছিন্ন তো কোথাও বা আবার পানীয় জল নেই গত কয়েকদিন ধরে। বিপর্যস্ত দৈনন্দিন জীবনযাপন। পাহাড়ের মানুষদের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি অনবরত প্রার্থনা করে চলেছি।”

[আরও পড়ুন: ‘তোমাকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন’, সুশান্তকে নিয়ে মন কেমন রিয়া চক্রবর্তীর, হঠাৎ হল কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ