BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার গোয়েন্দা অবতারে করিনা কাপুর খান, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ ছবির ফার্স্টলুক

Published by: Akash Misra |    Posted: January 30, 2023 3:50 pm|    Updated: January 30, 2023 5:19 pm

Kareena Kapoor to play character inspired by kate winslet| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক নতুন অবতারে পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হনসল মেহেতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’ ছবিতেই গোয়েন্দা অবতারে অভিনয় করবেন করিনা।

জানা গিয়েছে, হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অফ ইস্টটাউন’-এ কেট উনস্লেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে করিনার এই চরিত্র। এই ছবির শুটিং সদ্য শেষ করেছেন সইফ ঘরনি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা (Kareena Kapoor) বললেন, ‘মেয়ার অফ ইস্টটাউন আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হনসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, আমি শুধু বললাম, এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথম বার। চরিত্রটি করতে পেরে আমি সত্য়িই ধন্য।’

[আরও পড়ুন: পাঁচ দিনে পাঁচশো কোটি আয় পাঠানের, ছবি নিষিদ্ধ করার দাবিতে সিনেমা হলে ভাঙচুর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

অন্য়দিকে পরিচালক সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শুটিংও শেষ করেছেন করিনা। ইতিমধ্য়েই এই ছবির শুটিং হয়ে গিয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। এই ছবির পরেই হনসল মেহেতার নতুন ছবি সই করেছিলেন করিনা।

[আরও পড়ুন: হিন্দি গান কেন গাইছেন? কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে