BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, আইনি নোটিস পেল ববি দেওলের ‘আশ্রম’

Published by: Suparna Majumder |    Posted: November 5, 2020 9:48 pm|    Updated: November 5, 2020 9:48 pm

Bangla News of Aashram Chapter 2: Karni Sena leader sends legal notice to the makers and MX player | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার প্রকাশ্যে আসার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এবার আইনি বিপাকে প্রকাশ ঝা (Prakash Jha) পরিচালিত-প্রযোজিত ওয়েব সিরিজ ‘আশ্রম চ্যাপ্টার ২’ (Aashram Chapter 2)। সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসীদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সিরিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল কর্ণি সেনা (Karni Sena)। পাঠানো হল আইনি নোটিস।

চলতি বছরের আগস্ট মাসেই ‘আশ্রম’ (Aashram) সিরিজের প্রথম অধ্যায় প্রকাশ্যে এসেছিল। যেখানে মূলত বাবা নিরালার (ববি দেওল) দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে তাঁর ভাল মানুষের মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা। এর পরের কাহিনিই তুলে ধরা হয়েছে ‘আশ্রম চ্যাপ্টার ২’তে। ববি দেওল (Bobby Deol) অভিনীত সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসে ২৮ আগস্ট। তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছিল নেটদুনিয়ার একাংশ। ট্রেন্ডিং হয়েছিল ‘প্রকাশ ঝা অ্যাটাকস হিন্দু ফেথ’ (#PrakashJhaAttacksHinduFaith)।

[আরও পড়ুন: আবারও পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ ও ‘৮৩’ ছবির মুক্তির তারিখ, কবে আসবে সিনেমা হলে?]

OTT প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ার (MX Player) এবং সিরিজের পরিচালক-প্রযোজক প্রকাশ ঝাকে নোটিস পাঠিয়েছেন কর্ণি সেনার প্রদেশ সংগঠন মহামন্ত্রী সুরজিৎ সিং (Surjeet Singh)। নোটিসে অবিলম্বে নেটদুনিয়া থেকে সিরিজের ট্রেলার সরানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি OTT প্ল্যাটফর্ম থেকে গোটা সিরিজটি তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। ১১ নভেম্বর এমএক্স প্লেয়ারে সিরিজের নতুন চ্যাপ্টার মুক্তি পাওয়ার কথা। ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ত্রিধা চৌধুরী, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, তুষার পাণ্ডে, অদিতি পোহাঙ্কর। 

[আরও পড়ুন: ‘একেবারে আমার মতো’, পরিণীতি চোপড়ার মধ্যে নিজেকে খুঁজে পেলেন সাইনা নেহওয়াল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে