BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কিয়ারার প্রেমে হাবুডুবু কার্তিক, কাশ্মীরের কোলে নতুন এক ‘সত্যপ্রেম কি কথা’, দেখুন টিজার

Published by: Akash Misra |    Posted: May 18, 2023 5:41 pm|    Updated: May 18, 2023 5:41 pm

Kiara Advani and Kartik Aryan Starer New movie Teaser out| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুলভুলাইয়া ২’ তে দর্শক থেকে বক্স অফিসের মন জয় করেছিল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরনো ম্যাজিককে সঙ্গে নিয়েই এবার রোম্যান্টিক মিউজিক্যাল ছবিতে ফিরছেন কার্তিক ও কিয়ারা। ছবির নাম সত্যপ্রেম কি কথা। বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই ছবির টিজার।

টিজার দেখেই বোঝা গেল এই ছবি হতে চলেছে আদ্যপান্ত প্রেমের ছবি। কাশ্মীরের প্রেক্ষাপটে কার্তিক ও কিয়ারার প্রেম যে জমে উঠবে তার প্রমাণ রয়েছে ঝলকেই।

[আরও পড়ুন: ‘জেব্রার মতো লাগছে..’, Cannes-এ সাদা-কালো পোশাকে চূড়ান্ত কটাক্ষের শিকার সারা]

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পর পরই এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিয়ারা। কাশ্মীর থেকে ইনস্টাগ্রামে নানা ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

অন্যদিকে, বক্স অফিসে কার্তিক আরিয়ানের ম্যাজিক তো রয়েইছে। বিশেষ করে ভুলভুলাইয়া ২ ছবির পর কার্তিক কিন্তু নিজের দরও বাড়িয়েছেন। সব মিলিয়ে কিয়ারা ও কার্তিকের এই নতুন ছবি যে দর্শকদের নজর কাড়বে তার ইঙ্গিত রয়েছে এই টিজারেই।

[আরও পড়ুন: ‘কেরল সন্ত্রাসের আঁতুরঘর..’, বিতর্কের মাঝেই বিস্ফোরক ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে