সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তারকা-পুত্র বা কন্যা আলোচনার মধ্যে থাকেন, জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা তাঁদের মধ্যে অন্যতম। সাহসী ফটোশুট করে এর আগেও শিরোনামে এসেছেন তিনি। তবে এবার যেন উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন আরও কয়েক গুণ। বিকিনি পরে কৃষ্ণা শ্রফের এই সাহসী ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ছবি দেখে বোঝাই যাচ্ছে, নতুন কোনও সিনেমায় সই না করলেও লাইমলাইটের আলোর নিচে থাকতেই পছন্দ করেন টাইগার শ্রফের ছোট বোন।
ইনস্টাগ্রামে যাঁরা কৃষ্ণা শ্রফকে ‘ফলো’ করেন, তাঁরা জানেন কৃষ্ণা বেড়াতে ভালবাসেন। বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত। নিজের খোলামেলা ছবি পোস্ট করে খবরের শিরোনামে উঠে আসা কৃষ্ণা শ্রফ ফের এই ছবির জন্য উঠে এলেন আলোচনায়। এই ছবি পোস্ট করে কৃষ্ণা লিখেছেন, সপ্তাহান্তের ছুটিটা তিনি এভাবেই কাটাবেন। দেখুন সেই ছবি:
এর আগেও বেশ কিছু সাহসী ফটোশুট করেন কৃষ্ণা। যার মধ্যে কয়েকটি ছবি দেখে তো বাবা ও দাদা রাগও করেছিলেন বলে শোনা যায়।
পরে অবশ্য সেই সব বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেন শ্রফ-কন্যা। নিজের মতো করে বাঁচার মন্ত্রে জীবন কাটান তিনি। রইল তাঁর বিন্দাস মেজাজের কয়েকটি ছবি-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.