Advertisement
Advertisement
KRK about Karan

আত্মহত্যার চেষ্টা করেছিলেন করণ জোহর, বাঁচান মুকেশ আম্বানি! বিস্ফোরক দাবি KRK-র

কেন এমন কাজ করেছিলেন করণ, তাও নিজের টুইটে জানিয়েছেন তিনি।

KRK claims Karan Johar tried to commit suicide at his home after Brahmastra suffered loss | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 4, 2022 6:56 pm
  • Updated:December 4, 2022 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যা করতে গিয়েছিলেন করণ জোহর (Karan Johar)। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর. খান ওরফে কেআরকে (KRK)। সূত্রের কথা উল্লেখ করে টুইটারে তাঁর দাবি, মুকেশ আম্বানির জন্যই সে যাত্রায় বেঁচে যান বলিউডের প্রযোজক-পরিচালক।

Karan-Johar-KRK

Advertisement

বরাবরই বিতর্কের কারণেই শিরোনামে আসে KRK’র নাম। সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে বায়োপিক তৈরি করার কথাও ঘোষণা করেছিলেন তিনি। এর জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নিজের ইউটিউব চ্যানেলে ‘রাধে’ সিনেমার রিভিউ করতে গিয়ে সলমন খানের বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন কেআরকে। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভাইজান। তাতেও দমে যাননি কামাল আর. খান। নিজের বিতর্কিত টুইটের পালা অব্যাহত রেখেছেন তিনি। 

[আরও পড়ুন: গোপনাঙ্গ ঢাকা লাল টেপে! এবার বিছানায় উষ্ণতা ছড়ালেন উরফি, দেখুন ভিডিও

গত শুক্রবার টুইটারে কেআরকে লেখেন, “সূত্রের খবর অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য প্রচুর ক্ষতি হওয়ায় কিছু সময় আগে করণ জোহর নিজের বাড়িতে আত্মহত্যা করার নাটক করেছিলেন! তখন মুকেশ আম্বানি তাঁকে লোন হিসেবে ৩০০ কোটি টাকা দেন। এবার প্রশ্ন হল, করণ কেন সবাইকে জানাচ্ছেন না যে ব্রহ্মাস্ত্র সিনেমা ব্যর্থ হওয়ায় তিনি দেউলিয়া হয়ে গিয়েছেন।”

KRK-Tweet

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ (Brahmāstra: Part One – Shiva)। করণের প্রযোজনায় ছবিটি তৈরি করেছেন পরিচালক অয়ণ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও ছবিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়ের মতো তারকাকে। উইকিপেডিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী ৪০০ কোটি টাকা বাজেটের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’, আর তার বক্স অফিস কালেকশন প্রায় সাড়ে চারশো কোটি টাকা। ছবির সিক্যুয়েলও আগামী বছর মুক্তি পাওয়ার কথা। 

[আরও পড়ুন: চেষ্টা ভাল, তবে মন ছুঁতে পারল না মধুর ভাণ্ডারকরের ‘ইন্ডিয়া লকডাউন’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement