৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! ভাইরাল ছবি

Published by: Akash Misra |    Posted: February 24, 2023 10:32 am|    Updated: February 24, 2023 1:35 pm

Leonardo DiCaprio now spotted with 21-year-old model Josie Redmond| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সঙ্গী বদল করে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্য়াপ্রিও। সঙ্গীকে নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা গেলেও কারও প্রেমে কিন্তু পড়ছেন না লিও। তবে এখানেই শেষ নয়, ইদানিং লিওর সব কটা গার্লফ্রেন্ডের বয়স ১৯ থেকে ২১-এর মধ্যে। এই যেমন সম্প্রতি লিওনার্দোর সঙ্গে দেখা গিয়েছে উঠতি মডেল জোসি রেডমন্ডকে। যার বয়স ২১।

পাপারাৎজ্জিদের ক্যামেরার সামনে পড়েছেন লিও এবং জোসি। খবর অনুযায়ী, চিল্টার্ন ফায়ারহাউজ থেকে বের হতে দেখা গিয়েছে তাঁদের দুজনকে। শোনা যাচ্ছে, এই হোটেলেই রাত কাটিয়ে ভোর হওয়ার আগেই যে যার বাড়িতে ফিরে গিয়েছেন। তার মাঝেই ফটোশিকারিদের ক্য়ামেরায় উঠে এসেছে লিও এবং জোসির ছবি। দু’জনকেই দেখা গিয়েছে কালো পোশাকে। অন্যদিকে, মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন লিওনার্দো।

[আরও পড়ুন: আজান শুরু হতেই থামিয়ে দিলেন গান, শেহনাজের এমন কাজে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও]

২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক ডেট করছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা।

[আরও পড়ুন: ‘খুব খারাপ দেখতে, ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন!’, অনুষ্কা শর্মাকে খোঁচা কমল আর খানের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে