BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪২৭  শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

রিয়ার সঙ্গে মহেশের সম্পর্ক কী, CBI খতিয়ে দেখুক! সুশান্ত ইস্যুতে মন্তব্য শত্রুঘ্নর

Published by: Sandipta Bhanja |    Posted: August 22, 2020 3:27 pm|    Updated: August 22, 2020 3:27 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহেশ ভাট (Mahesh Bhatt) এবং রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। সদ্য প্রকাশ্যে এসেছে দুজনের হোয়াটঅ্যাপ চ্যাট। যা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন মশগুল। অভিনেতার মৃত্যুর পর থেকেই নেটজনতার রোষানলে মহেশ ভাট। শোনা গিয়েছিল, তাঁর ইন্ধনেই নাকি রিয়া ও সুশান্তের সম্পর্ক ভাঙে। এসবের মাঝেই সংবাদমাধ্যমের কাছে রিয়া-মহেশকে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। “মহেশ ভাট আর রিয়ার সম্পর্কের কথা যদি বলতে হয়, তাহলে সিবিআইয়ের সামনে গিয়ে বলুন। ওরাই খতিয়ে দেখুক। রিয়াকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আর মহেশের সঙ্গে গত ৫ বছরে আমার দেখা হয়নি”, মন্তব্য বলিউডের প্রবীণ অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহার (Satrughna Sinha)।

“আমি তো এও স্পষ্ট জানি না যে ওঁদের দু’জনের মধ্যে সম্পর্ক কী! বাবা, গডফাদার- এ কেমন সম্পর্ক! উনি রিয়ার কাছে বাবার মতো ছিলেন নাকি রিয়ার জীবনে তাঁর ভূমিকা শুধুমাত্রই গডফাদারের, এই সব নিয়ে মন্তব্য করার কোনও অধিকারই আমার নেই”, বললেন প্রবীণ অভিনেতা। এখানেই শেষ নয়, তিনি এও বলেন যে, “একাধিকবার একরম মনে হয়েছে যে, সিবিআইয়ের হাতে কেস যেতে অনেক দেরি হয়েছে, এতদিনে তথ্য-প্রমাণ না নষ্ট হয়ে যায়। আমি আর সুশান্ত দুজনেই যেহেতু পাটনার, সেই সূত্রে একটা টান তো ছিলই ওর সঙ্গে। শুধু একবারই দেখা হয়েছিল ওর সঙ্গে। কী সুশীল ছেলে! ওর পরিবারও বেশ ভাল। যা হওয়ার এখন সিবিআই-ই বলবে।”

[আরও পড়ুন: দিল্লির হিংসায় উসকানিদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় কেন? মোদিকে প্রশ্ন কঙ্গনার]

শত্রুঘ্নর আক্ষেপ, “খুব দুর্ভাগ্যজনক বলিউডের কেউই ওকে নিয়ে মুখ খুলছে না। হয় এক নেপথ্যে ভয় কাজ করছে। নাহলে একাংশের স্বার্থও জড়িয়ে থাকতে পারে। হতে পারে সুশান্ত সুপারস্টার ছিল না, তবে আজ কিন্তু গোটা বিশ্বের কাছে ও একজন বড় তারকা হয়ে উঠেছে। নিজেই নিজেই গড়ে তুলেছিল। অনেক ভাল জায়গায় যেতে পারত ও।”

অন্যদিকে শত্রঘ্নকন্যা সোনাক্ষিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার জেরে শুক্রবার শ্রীঘরে ঠাঁই হয়েছে এক যুবকের। ২৬ বছর বয়সি ওই যুবক অভিনেত্রীর ইনস্টাগ্রাম ভিডিওয় অশ্লীল মন্তব্য করেছিলেন। সোনাক্ষী নিজেও বর্তমানে মুম্বই পুলিশের ‘অব বস’ নামে এক অ্যান্টি-সাইবার বুলিং প্রকল্পের সঙ্গে জড়িত। অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “নেটদুনিয়ায় কোনওরকম কদর্য মন্তব্যের শিকার হলেই পুলিশকে জানান। তাঁরা পদক্ষেপ করবেন।”

[আরও পড়ুন: দরজার লক ভাঙতেই চাবিওয়ালাকে চলে যেতে বলেন সিদ্ধার্থ পিঠানি, সুশান্ত ইস্যুতে নয়া তথ্য]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement