Advertisement
Advertisement

Breaking News

Sidharth Malhotra

শুটিং ছেড়ে দিল্লিতে গিয়ে ভোট দিলেন সিদ্ধার্থ, গণতান্ত্রিক অধিকার নিয়ে কী বললেন?

ভোটষষ্ঠী পালনে 'যোদ্ধা' সিদ্ধার্থ মালহোত্রা।

Lok Sabha Election 2024: Sidharth Malhotra votes in hometown Delhi
Published by: Sandipta Bhanja
  • Posted:May 25, 2024 7:00 pm
  • Updated:May 25, 2024 7:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির ছেলে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। মুম্বইতে গত এক দশকে নিজের পায়ের তলার মাটি শক্ত করলেও ভোটকেন্দ্র বদলাননি অভিনেতা। তাই শনিবার বেলার দিকে সমস্ত কাজ ছেড়ে মুম্বই থেকে রাজধানীতে উড়ে গিয়েছেন বলিউডের ‘যোদ্ধা’।

পঞ্চম দফার ভোটে(Lok Sabha Election 2024) গোটা বলিউড মুম্বইতে নির্বাচনী প্রথায় অংশ নিলেও এদিন দেখা যায়নি সিদ্ধার্থ মালহোত্রাকে। কিয়ারা আডবানি একাই গিয়েছিলেন বুথে। ফটোশিকারিরা অভিনেতাকে খুঁজে হন্যে হয়ে প্রশ্নও রেখেছিলেন স্ত্রী কিয়ারার কাছে। তবে লোকসভার ষষ্ঠ দফার দিন দিল্লিতে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সিদ্ধার্থ মালহোত্রা। বিকেলে আঙুলে ভোটচিহ্নের ছবিও শেয়ার করলেন তিনি। পাশাপাশি গণতান্ত্রিক অধিকারের পাঠও দিলেন বলিউড অভিনেতা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “বাড়িতে এসেছি ভোট দিতে। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসবে যোগ দিলাম। আপনাদের সকলের ভোট গুরুত্বপূর্ণ।”

Advertisement

ভোটফ্যাশনে অন্যান্য বলিউড তারকাদের মতোই ধারা বজায় রাখলেন সিদ্ধার্থ। পরনে সাদা পোশাক। চোখে রোচদশমা। মুম্বইত ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অভিনেতা। সেই ভিডিওতে সিদ্ধার্থ মালহোত্রাকে বলতে শোনা গিয়েছিল, “জেগে উঠুন, দেশের জনতা এবার জেগে উঠুন। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে অবশ্যই ভোট দিন। আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন সাধনের জন্য আপনাদের প্রত্যেকের ভোট জরুরী।” এবার ভোটষষ্ঠীতে গণতন্ত্রের উৎসব পালনের জন্য দিল্লিতে গেলেন ‘যোদ্ধা’ সিদ্ধার্থ।

Advertisement

[আরও পড়ুন: ‘তুঘলকি মেজাজ’! ৩ দিন শুটিং করেই বিগ বাজেট সিনেমা ছাড়লেন রণবীর, রেগে কাঁই প্রযোজক]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

দেখতে দেখতে চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় শেষের দিকে। আর মাত্র এক দফার ভোট বাকি। আগামী পয়লা জুন ভোটপর্ব শেষ। ৪ জুন ভোটবাক্সে ভাগ্যগণনার লড়াই। গণতান্ত্রিক উৎসবের পয়লা দিন থেকেই আমজনতার পাশাপাশি তারকারাও ভোট উৎসবে শামিল হয়েছেন।

[আরও পড়ুন: লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বাঁধলেন সৌরসেনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ