Advertisement
Advertisement
LSD 2 Teaser

বিগ বস থেকে সেক্স স্ক্যান্ডেল, অশ্রাব্য গালিগালাজ! টিজারেই ধামাকা দিল ‘LSD 2’

কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

LSD 2 teaser: Dibakar Banerjee's dark satire on human relations
Published by: Akash Misra
  • Posted:April 1, 2024 7:35 pm
  • Updated:April 1, 2024 7:35 pm

সংবাদ প্রতিদিন প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পরিবারের সঙ্গে মোটেই দেখবেন না এই ছবি!’ ‘LSD 2’ ছবির টিজারের মুক্তির পরেই স্পষ্ট জানিয়ে দিলেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্য়ায়। আর দিবাকর কেন এটি বলেছেন, তা টিজারের প্রতিটি ফ্রেমে একেবারে স্পষ্ট।

২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স ধোঁকা’। এই ছবি হইচই ফেলে দিয়েছিল বক্স অফিসে। সমালোচনাও হয়েছিল প্রচুর। তবে এই ছবির হাত ধরে বলিউডে এক্সপেরিমেন্টাল ছবির একটা ঝড় শুরু হয়।

Advertisement

দিবাকরের লাভ সেক্স ধোঁকা থেকেই বলিউড পায় দুরন্ত অভিনেতা রাজকুমার রাওকে। এবারের স্টারকাস্টে একেবারে চমক দিলেন দিবাকর। এলএসডি ২-তে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌনী রায়, তুষার কাপুর, অনু মালিক। আর এই ছবি থেকেই বলিউডে পা রাখছেন সোশাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। এপ্রিল মাসের ১৯ তারিখ মুক্তি পাবে এই ছবি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি প্রেগনেন্ট? নিন দেখুন!’, চমকে দিলেন পরিণীতি চোপড়া]

এই ছবি সম্পর্কে বলতে গিয়ে দিবাকর বলেন, ”লাভ, সেক্স, ধোঁকার প্রথমভাগের মতো এই ছবিতেও জীবনের সত্য দিকটাকেই দেখানো হবে। যাকে আমরা মূলত ডার্ক পার্ট বলি, তাই উঠে আসবে এই ছবিতে। তাই প্রথম ভাগের মতো, এই দ্বিতীয়ভাগও বেশ সাহসী ছবি অনেকের কাছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Balaji Motion Pictures (@balajimotionpictures)

প্রসঙ্গত, সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন পরিচালক দিবাকর। সেখানেই মনের ইচ্ছের কথা জানালেন তিনি। দিবাকর বলেন, ”আমার বরাবরই ব্যোমকেশ ও ফেলুদা পছন্দ। শরদিন্দুর ব্য়োমকেশকে সিনেপর্দায় এনেছি। এবার সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাই। গল্পও বাছা হয়ে গিয়েছে।”

পরিচালক আরও জানেন, ”আমার এই ছবিতে অভয় দেওলকে ফেলুদা হিসেবে ভেবেছিলাম। কিন্তু শেষমেশ, ছবিটা আর করে ওঠা হয়নি।”

দিবাকর ফেলুদা বানানোর ইচ্ছেপ্রকাশ করেছেন, এ খবর শোনার পর এক সংবাদমাধ্যমকে সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায় জানান, এখনও পর্যন্ত এ সব নিয়ে দিবাকরের সঙ্গে কোনও কথা হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে অবশ্যই আলোচনায় বসব।

[আরও পড়ুন: টানা ৮ দিনের পরিশ্রমে তৈরি মনামীর নকশিকাঁথা গাউন, জানুন নেপথ্যের গল্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ