BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মাকে হারালেন মাধুরী, নব্বই বছর বয়সে প্রয়াত স্নেহলতা দীক্ষিত

Published by: Suparna Majumder |    Posted: March 12, 2023 2:16 pm|    Updated: March 12, 2023 2:16 pm

Madhuri Dixit's mother Snehlata Dixit Passes Away | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে হারালেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। রবিবার সকালেই প্রয়াত হন স্নেহলতা দীক্ষিত। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী ও তাঁর স্বামী ডা. শ্রীরাম নেনে। তবে জানিয়েছেন, মৃত্যুর সময় নব্বই বছরের স্নেহলতার মুখে কষ্ট বা যন্ত্রণার কোনও চিহ্ন ছিল না। প্রিয়জনেরা তাঁকে ঘিরে ছিলেন।

Madhuri-Mother

গত বছরের জুন মাসে মায়ের নব্বইতম জন্মদিন পালন করেছিলেন মাধুরী। সেই সময় ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন আই (মহারাষ্ট্রে মাকে আই ডাকা হয়)। বলা হয়, মায়েরা মেয়েদের সবচেয়ে ভাল বন্ধু হয়। একথা একেবারে ঠিক। সারা জীবনে যে শিক্ষা প্রতিটি পদে তুমি আমায় দিয়েছো তা আমার কাছে জীবনের সবেচেয়ে বড় উপহার। তুমি যেন খুব ভাল থাকো আর সুস্থ থাকো, এই কামনা করি।”।

[আরও পড়ুন: ‘আমার স্বামী বিষ খাইয়ে সতীশ কৌশিককে খুন করতে পারে’, বিস্ফোরক দিল্লির ব্যবসায়ীর স্ত্রীর]

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার জগতে মাধুরী নিজের সফর শুরু করেন। তারপর একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন বলিউডের ডান্সিং ডিভা হিসেবে। ১৯৯৯ সালে প্রবাসী ভারতীয় চিকিৎসক শ্রীরাম নেনে-কে বিয়ে করেন মাধুরী।

শাশুড়ির সঙ্গে বেশ ভাল সম্পর্ক ছিল ডা. নেনের। কিছুদিন আগেই দু’টি মগের ছবির শেয়ার করে তিনি লিখেছিলেন, “আমার নব্বই বছরের শাশুড়িমা আঁকেন। তিনি চোখে ভাল দেখতে পান না। কিন্তু মন থেকে যা তৈরি করেন তা অনবদ্য। খুবই সুন্দর আর পজিটিভ একজন মানুষ।”

[আরও পড়ুন: ৩৪ বছরের ‘বনবাস’ শেষ, ফের একসঙ্গে দেখা যাবে পর্দার রাম-সীতাকে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে