Advertisement
Advertisement
Malaika Arora - Arjun Kapoor

মালাইকার ছবিতে আদুরে প্রতিক্রিয়া অর্জুনের, ফের জুড়ছে সম্পর্ক?

হঠাৎ কি এমন হল যে মালাইকা আর অর্জুন ফের আলোচনার শীর্ষে?

Malaika Arora - Arjun Kapoor Relationship Rumour
Published by: Arani Bhattacharya
  • Posted:June 15, 2025 9:09 pm
  • Updated:June 16, 2025 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (Malaika Arora – Arjun Kapoor) এই নাম দুটিই নেটিজেনদের নানা রসিক আলোচনার জন্য যথেষ্ট। উল্লেখ্য, তাঁদের অসম প্রেম বারবার চর্চায় এসেছে। তবে সেসবে কখনও কর্ণপাত করেননি তাঁরা দু’জনেই। এমনকি তাঁদের আলাদা হওয়ার খবরও তাঁরা প্রকাশ্যে সেভাবে কখনও আনেননি। সম্পর্ক শেষ হওয়ার পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন মালাইকা-অর্জুন। তাঁদের নিয়ে আলোচনা বেশ থিতিয়ে গিয়েছিল। একটি সোশাল মিডিয়া পোস্টকে ঘিরে রবিবার থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দু’জনে।

Advertisement

রবিবারের অলস দুপুরে মালাইকা একটি ছবি পোস্ট করেন। বাড়ির রবিবারের ছবিটাই মূলত তুলে ধরেছিলেন। ছিল আদরের পোষ্যর ছবিও। আর সেই পোস্টেই নাকি লাইক করেন অর্জুন কাপুর। মালাইকার পোস্টে হঠাৎই অর্জুনের এই প্রতিক্রিয়া চোখ এড়ায়নি নেটিজেনদের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি ফের জোড়া লাগছে মালাইকা ও অর্জুনের সম্পর্ক? যদিও এসব কিছুর উত্তর মেলেনি এখনও দু’জনের তরফে।

 

প্রায় ছ’বছর সম্পর্কে ছিলেন মালাইকা ও অর্জুন। গত বছর হঠাৎই সম্পর্কে ইতি টানেন তাঁরা। কিন্তু তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁদের কাউকেই। গত বছর নিজের একটি ছবির প্রচারে এসে অর্জুন ভক্তদের সামনেই বলেছিলেন, ‘এখন আমি সিঙ্গল’। এর বেশি সেভাবে কখনই কিছু বলেননি অভিনেতা। তাঁর এই মন্তব্যের পরেই মালাইকা জানিয়েছিলেন তিনি তাঁর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান। তাই কখনই অভিনেতার মতো প্রকাশ্যে তিনি এসব নিয়ে আলোচনা করতে চান না। এর বেশি কখনই জানা যায়নি তাঁদের সম্পর্কে। এবার নেটিজেনদের দৌলতে সামনে আসছে তাঁদের সম্পর্কের অন্য দিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement