সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রেম। অবশেষে বিয়ে করলেন নীনা গুপ্তা ও ভিভ রিচার্ডস কন্যা মাসাবা গুপ্তা। পাত্র অভিনেতা সত্যদীপ মিশ্রা। সোশ্যাল মিডিয়ায় বিয়ে ছবি শেয়ার করে মাসাবা লিখলেন, এই প্রথম আমার পুরো পরিবারকে সঙ্গে পেয়েছি। জীবনে সবটাই এখন বোনাস। সঙ্গে মাসাবা লিখলেন, শান্ত সমুদ্রকে বিয়ে করেছি আমি।
মাসাবার বিয়েতে ছিল চমক। দুই বাবাকে সঙ্গে নিয়ে সাত পাকে বাঁধা পড়লেন নীনাকন্যা। একদিকে ভিভ রিচার্ডস, অন্যদিকে সৎ বাবা বিবেক মেহেরা। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন মাসাবা। অভিনেতা পাত্র সত্যদীপ মিশ্রা এদিকে আবার অভিনেত্রী অদিতি রায় হায়েদরির প্রাক্তন স্বামী। ২০১৩ সালেই অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তারপর থেকেই মাসাবার সঙ্গে বন্ধুত্ব।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ও সচ্চা মুসলিম নয়, ওকে গুলি করে মেরে ফেলা হোক!’ শাহরুখকে খুনের হুমকি মৌলবির]
২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। সম্পর্কে ছিলেন গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন তাঁরা। প্রায়শই ইনস্টাগ্রাম পোস্টে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করতেন।
View this post on Instagram