সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি…’, পূর্ণিমার রাতে মিয়া খালিফার (Mia Khalifa) ভাবখানা ছিল এরকমই। ভিজে শরীরে জলে নেমে চাঁদ ধরার চেষ্টা করছিলেন প্রাক্তন পর্নস্টার। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মাত্র তিন মাস পর্নদুনিয়ায় ছিলেন মিয়া। তাতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। বহুদিন আগেই পর্নদুনিয়া থেকে অবসর নিয়েছেন। তাতেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনও প্রথম সারির পর্নস্টারের তালিকায় তাঁকে রাখা হয়। এখন অবশ্য মিয়া সোশ্যাল মিডিয়াতেই নানা ছবি ভিডিও আপলোড করেন।
[আরও পড়ুন: অন্য পুরুষের প্রেমে মত্ত নওয়াজউদ্দিনের স্ত্রী, ডিভোর্সের আগেই ‘কুকীর্তি’ ফাঁস আলিয়া সিদ্দিকির!]
রবিবার ছিল পূর্ণিমার রাত। এমন রাতেই চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছিল সমুদ্র সৈকতে। আর সেই আলোতেই অভিসারে বেরিয়েছিলেন মিয়া। সমুদ্রের নোনা জল ছিল প্রাক্তন পর্নস্টারের সারা শরীরে। আর তাতে জড়িয়েছিল পাতলা ফিনফিনে নাইটি। প্রাক্তন পর্নস্টারের অঙ্গের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট হয়ে উঠেছিল।
পোশাকের দিকে অবশ্য মিয়ার বেশি নজর ছিল না। তিনি মগ্ন ছিলেন প্রকৃতির সুন্দর রূপে। হাত বাড়িয়ে কখনও চাঁদ ছোঁয়ার চেষ্টা করছিলেন, কখনও আবার তাঁর টানে সমুদ্রের নোনা জলে নেমে গিয়েছিলেন।
View this post on Instagram