Advertisement
Advertisement
Mimi Chakraborty

জন্মদিন কাটাতে প্যারিসে মিমি চক্রবর্তী, প্রেমের শহরে সারাদিন কী কী করলেন অভিনেত্রী?

৩৪ বছরে পা দিলেন মিমি।

Mimi Chakraborty's Paris trip video goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 11, 2023 12:18 pm
  • Updated:February 11, 2023 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙচঙে পালকের জ্য়াকেট। সকাল সকালই প্যারিসের রাস্তায় হেঁটে চলেছেন মিমি চক্রবর্তী। আইফেল টাওয়ারের সামনে আসতেই চোখেমুখে উচ্ছ্বাস। হ্যাঁ, ১১ ফেব্রুয়ারি জন্মদিনটা ঠিক এভাবেই কাটাচ্ছেন মিমি।

৩৪ বছরে পা দিলেন মিমি চক্রবর্তী। তবে বয়সকে পাত্তা দেন না তিনি। সুযোগ পেলেই মিমির ভিতর থেকে বেরিয়ে পড়ে কিশোরী সুলভ আচরণ। প্যারিসের রাস্তায় সেরকমটিই করলেন। প্রতিটি মুহূর্ত কাটালেন একেবারে নিজের মতো করে বিন্দাস।

Advertisement

অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলান। বাড়িতে পোষ্যদের খেয়াল রাখেন। এর মাঝে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী। ভালবাসেন প্রকৃতির মাঝে থাকতে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। 

[আরও পড়ুন: ‘আমাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়তো বেশি বিক্রি হয়’, কেন একথা বললেন ইশা সাহা?]

পরিচালক ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’ থেকে অভিনয়ে পা মিমির। এর পর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবিতে প্রথম বার পর্দায় আসেন। অজস্র ছবিতে দেখা গিয়েছে তাঁকে এর পর। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবি ‘খেলা যখন’ এখনও পর্যন্ত তাঁর শেষ কাজ। তবে আপাতত, কাজের ব্যস্ততা ভুলে মিমি দিব্যি ছুটি কাটাচ্ছেন প্যারিসে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

[আরও পড়ুন: অল্ট বালাজির প্রধান পদ ছাড়লেন একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement