Advertisement
Advertisement

Breaking News

Mithun

বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা

রাজ‌্য সরকারের ফিল্ম ফেস্টিভ‌্যালে মিঠুন বাদ পড়ায় শোরগোল করেছিল বিজেপি।

Mithun also rejected from BJP's film festival। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 26, 2023 9:14 am
  • Updated:March 26, 2023 9:14 am

অপরাজিতা সেন: রাজ‌্য সরকার আয়োজিত কলকাতা ফিল্ম ফেস্টিভ‌্যালে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) আমন্ত্রণ জানানো হয়নি বলে শোরগোল ফেলেছিলেন রাজ‌্য বিজেপি নেতারা। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের সমর্থনে কার্যত পালটা বিজেপির (BJP) আয়োজনে হওয়া ফিল্ম ফেস্টিভ‌্যালে বাদ পড়লেন সেই মিঠুন চক্রবর্তী। বেঙ্গল ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যাল ২০২৩ শীর্ষক এই উৎসবটি বকলমে কেন্দ্রীয় সরকারের এনএফডিসি, তথ‌্য সম্প্রচার মন্ত্রক, আজাদি কা অমৃত মহোৎসবের মতো বেশ কয়েকটি দপ্তর স্পনসর করেছে। গোটাটি পরিচালনা করেছেন কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের শীর্ষকর্তা এবং বঙ্গ বিজেপির একাংশ।

ইএম বাইপাসে সত‌্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া এই পালটা চলচিত্র উৎসবের উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় তথ‌্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur)। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান উদ্বোধনে অনুরাগ না এলেও রাতে বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ডিনার পার্টিও দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। কিন্তু সেখানেও বিজেপি যাঁর জন‌্য কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানো নিয়ে মায়াকান্না কেঁদেছিল, সেই মিঠুন চক্রবর্তীকে ডিনারে ডাকেনি। গোটা ঘটনায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের আয়োজকদের উপর ভয়ানক ক্ষুব্ধ মিঠুন ঘনিষ্ঠরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বার্গার, প্যাটিস নিয়ে ধরনা…’, অনশন চালাতে না পেরে মুখ্যমন্ত্রীকে নিশানা ডিএ আন্দোলনকারীদের]

শনিবার রাতে মিঠুনের খুবই কাছের এক অভিনেতা কলকাতায় জানিয়েছেন, ‘‘এই উৎসবের কথা আমাদের জানা নেই। আগামী দু’দিনেও দাদাকে কলকাতায় আসার জন‌্য কেউ আমন্ত্রণ জানায়নি। শহরে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির তরফে ফিল্ম ফেস্টিভ‌্যাল হচ্ছে, অথচ মহাগুরুকে জানানোই হল না, এটা মিঠুনদার জন‌্য চরম অপমান।’’ অবশ‌্য শুরুর দু’দিন পরেও বিজেপির মদতে হওয়া পালটা চলচ্চিত্র উৎসব যে সুপার ফ্লপ–তা স্বীকার করছেন গেরুয়া শিবিরের কর্তারাও। এমনকী, লকেটের মতো অভিনেত্রী বা টলিউডের বিজেপি শিবিরের অভিনেতা-অভিনেত্রীরাও অধিকাংশ শনিবার পর্যন্ত এই উৎসবে পা রাখেননি।

Advertisement

দেশের মধ্যে অন‌্যতম সেরা চলচ্চিত্র উৎসব গত একদশকের বেশি সময় ধরে আয়োজন করে আসছে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) সরকার। মুখ‌্যমন্ত্রী নিজে উৎসবের প্রতিটি খুঁটিনাটি বিষয় যেমন নজরে রাখেন, তেমনই টলিউড, বলিউড ও বিশ্ব চলচ্চিত্রের অতিথিদেরও আপ‌্যায়ন করেন। এমনই উৎসবে মিঠুন আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপির অভিযোগের জবাবও দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যে মিঠুন চক্রবর্তী রাজ‌্য সরকার তথা মুখ‌্যমন্ত্রীকে উদ্দেশ করে নানা কটূক্তি করছেন, তঁাকে সরকারের তরফে আমন্ত্রণ জানান শোভন নয়।

[আরও পড়ুন: কারা বিকৃত করতেন OMR শিট? নীলাদ্রিকে জেরা করে তালিকা প্রস্তুতির পথে সিবিআই]

কিন্তু টলিউড তথা কলকাতার বিজেপি-ঘনিষ্ঠ তারকারাও প্রশ্ন তুলেছেন, কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুনের আমন্ত্রণ নিয়ে এত হইচই করে শেষে মহাগুরুকে আমরাও কীভাবে বাদ দিলাম? অন্যের দিকে আঙুল তুলে অভিযোগ জানানোর আগে নিজেদের এত বড় ত্রুটি লুকাব কীভাবে? বিজেপির একাংশের মদতে ‘বাংলা আবার’ নামে একটি সংগঠনের আড়ালে কেন্দ্রীয় সরকারি সম্পূর্ণ অনুদান দিয়ে এই উৎসব করছে। সত‌্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধনী ছবি ছিল হীরক রাজার দেশে। স্লোগান দেওয়া হয়েছে–‘বাংলা সিনেমা বিশ্বের আবেগ’। উদ্বোধক ছাড়াও ডিনারে প্রধান অতিথি থাকার কথা ছিল কেন্দ্রীয় তথ‌্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

ডিনারের আহ্বায়ক ছিলেন বেঙ্গল ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যালের উপদেষ্টা অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ‌্যায়। তাৎপর্যপূর্ণ হল, বাংলা সিনেমাকে নিয়েই বিশ্বের আবেগ বলে ঢাকঢোল পিটিয়ে পালটা চলচ্চিত্র উৎসব করলেও সেখানে বিজেপি শিবিরে থাকা অন‌্যতম নামী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানায়নি গেরুয়া শিবির। গোটা ঘটনায় চূড়ান্ত অপমানিত ও ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠরা। শনিবার রাতে এক মিঠুন ঘনিষ্ঠ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ‘‘অর্থলগ্নিকারী সংস্থার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দাদাকে এরা ব‌্যবহার করছে। কিন্তু সত্যিকারের সম্মান বা পুরস্কার কিছুই দিচ্ছে না। বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছনোর জন‌্য কলকাতায় ফিল্ম ফেস্টিভ‌্যাল হচ্ছে, অথচ বাংলার গর্ব মিঠুনকেই ডাকছে না বিজেপি। এটা চরম অবমাননাকর।’’ দলের মধ্যে ক্ষোভ, এই চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়িয়েছেন, দক্ষিণ কলকাতার কিছু নেতা-নেত্রী। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তাঁদের ছবি ঘুরে বেড়াচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ