সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। এমন দিনেই নিন্দুকদের একহাত নিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। যাঁরা এখনও ভগবান রামের অপমান করছেন, তাঁদের ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন তিনি।
গত কয়েকদিন ধরে অযোধ্যায় ছিল সাজোসাজো রব। সোমবার সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। নির্দিষ্ট সময়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মন্ত্রোচারণের মাধ্যমে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন তিনি। এর পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সোশাল মিডিয়ায় মিঠুনের বার্তা প্রকাশ্যে আসে।
অভিনেতা তথা বিজেপি নেতা বলেন, “আজকের দিনটা সমস্ত ভারতবাসীর জন্য এবং ভারতের বাইরেও যাঁরা আছেন তাঁদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। স্পেশালি যাঁরা সনাতন ধর্মকে মানেন তাঁদের জন্য একটা বিশেষ দিন। দেখছি, শুনছি, কত লোক কত কথা বলছেন। ভগবান রামের অপমান করছেন। করুন, যা ইচ্ছে তাই বলুন। কিন্তু মনে রাখবেন মর্যাদা পুরুষোত্তম হাজার হাজার বছর আগেও ছিলেন, এখনও আছেন, আর কালকেও থাকবেন। আমরা কেউ থাকব না। তাই ভেবেচিন্তে কথা বলুন। জয় শ্রীরাম। জয়, মর্যাদা পুরুষোত্তমের জয়।”
উল্লেখ্য, এদিন অযোধ্যার অনুষ্ঠানে মিঠুনকে দেখা যায়নি। তবে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিতের মতো তারকারা উপস্থিত ছিলেন। কাশ্মীরি পোশাক পরে আসেন অনুপম খের। শূন্যে হাত ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কঙ্গনা রানাউত। এদিকে অনুষ্ঠানে দুহাত তুলে নাচতে দেখা যায় হেমা মালিনীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.