Advertisement
Advertisement
ডিমের অতিরিক্ত দাম

তিনটি ডিম সিদ্ধর দাম ১৬৭২ টাকা নিল গুজরাটের রেস্তরাঁ, হতবাক বলিউড সুরকার শেখর

বিষয়টি জানার পর শেখরের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।

Music composer Shekhar Ravjiani charged Rs 1673 for 3 eggs
Published by: Soumya Mukherjee
  • Posted:November 15, 2019 4:01 pm
  • Updated:November 16, 2019 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি ডিম সিদ্ধর দাম ১৬৭২ টাকা! না, সোনার ডিম নয়। কোনও অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন বিশেষভাবে তৈরি ডিমও নয়। অতি সাধারণ মুরগির ডিম খেয়েই এই দাম দিতে হল বলিউড সুরকার শেখর রাজীবানিকে। সুরকার বিশালের সঙ্গে জুটি বেঁধে ‘বিশাল-শেখর’ নামে বলিউডে বহু সুপারহিট গানে সুর দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: দৃষ্টিহীন মহিলার চরিত্রে সোনম, নেপথ্যে বলিউড পরিচালক সুজয় ঘোষ]

আমেদাবাদের হোটেলে ব্রেকফাস্টের বিল হাতে পেয়েই ছ্যাঁকা লেগেছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ‌্যাপি নিউ ইয়ার,’‘ঝঙ্কার বিটস’-এর মতো বহু জনপ্রিয় সিনেমার সুরকারের। শেখর টুইটারে লিখেছেন, “আমেদাবাদের হায়াত রিজেন্সি হোটেলে তিনটি ডিমের দাম ১৬৭২ টাকা? সত্যি মনে হয় অতিরিক্ত খেয়ে ফেলেছি।” তাঁর টুইট চোখে পড়তেই এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। শেখরের পাশে দাঁড়িয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে এবিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

গত জুলাই অভিনেতা রাহুল বোস চন্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার জন‌্য অভিযোগ তুলেছিলেন। তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ দু’টি কলার জন‌্য ৪৪২ টাকা নেয়। বিষয়টি জানাজানি হতেই বির্তক শুরু হয়। অতিরিক্ত চার্জ নেওয়ার জন‌্য ওই হোটেলের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা নেয় শুল্ক ও কর দপ্তর। পাঁচতারা হোটেলগুলি কীভাবে খাবারের দাম বাজারের চেয়ে কয়েকশো গুণ বেশি নিচ্ছে তা নিয়ে সরব হন বহু মানুষ। নিজেরাও তাঁদের খাবারের অতিরিক্ত বিলের ছবি তুলে সোশ‌্যাল মিডিয়ায় দিয়ে ‘রাহুল বোস মোমেন্টস’ বলে ট‌্যাগ করতেন।

Advertisement

[আরও পড়ুন: দাম্পত্যের বর্ষপূর্তি, তিরুপতির পর এবার স্বর্ণমন্দিরে পুজো দিলেন রণবীর-দীপিকা]

ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হল শেখরের ক্ষেত্রে। আর আবারও সোশ‌্যাল মিডিয়াজুড়ে সরব হয়েছেন নেটিজেনরা। কী হারে পাঁচতারা হোটেলগুলি খাবারের দাম ধার্য করে তা স্পষ্ট করে জানাতে হবে বলে দাবি করেন অনেকে। চা,কফি,কলা ও ডিম সিদ্ধ এমনকী পানীয় জলের দাম বাজারের চেয়ে দু-তিনশো গুণ বেশি নেয় বলেও অভিযোগ জানায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ