Advertisement
Advertisement
Raktabeej Release

বাড়ছে বাংলা সিনেমার পরিধি, হিন্দি-অসমিয়া-ওড়িয়াতেও মুক্তি পাবে ‘রক্তবীজ’

এই প্রথম ওড়িয়া ও অসমিয়া ভাষায় কোনও বাংলা ছবি ডাব করা হয়েছে।

Nandita Roy and Shiboprosad Mukherjee Raktabeej to release Bengali, Odia, Assamese and Hindi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 15, 2023 1:44 pm
  • Updated:August 15, 2023 1:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমা আর বাংলায় সীমাবদ্ধ নেই। বাড়ছে তার পরিধি। আর এই কাজটি ‘রক্তবীজ’-এর মাধ্যমে আরও একধাপ এগিয়ে দিলেন নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু বাংলায় নয় ওড়িয়া, অসমিয়া এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশন ও সঞ্জয় আগরওয়াল প্রযোজিত এই ছবি।

Main Poster of Raktabeej launched on the occasion of Independence Day | Sangbad Pratidin

Advertisement

মঙ্গলবার স্বাধীনতা দিবসে ‘রক্তবীজ‘-এর (Raktabeej) নতুন তথা মুখ্য পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারের উপরে রয়েছে তেরঙ্গা পতাকা। তার সামনে রয়েছে তিন মুখ্য চরিত্রের ছবি। যে ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এছাড়াও ছবিতে রয়েছেন অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার।

Advertisement

[আরও পড়ুন: ব্রিটিশরা বাজাল ভারতের জাতীয় সংগীত, ভিডিও দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?]

২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের পটভূমিতে সাজানো হয়েছে নতুন এই ছবির কাহিনি। যেখানে একদিকে যেমন আছে বিপ্লব, অন্যদিকে সন্ত্রাস। আগামী ১৯ অক্টোবর থেকে এই কাহিনি যেমন বাংলার দর্শকরা দেখতে পাবেন। তেমনই দেখতে পাবেন হিন্দি, অসমিয়া এবং ওড়িয়া সিনেমার দর্শকরা। এই প্রথম ওড়িয়া ও অসমিয়া ভাষায় কোনও বাংলা ছবি ডাব করা হয়েছে এবং তা বাংলা সিনেমার সঙ্গে একই সময়ে মুক্তি পাচ্ছে, জানালেন শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee)।

Raktabeej-Main-Poster-1

‘বাংলা সিনেমাকে বাঁচান’, ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’, এমন আরজির আর বোধহয় প্রয়োজন নেই। কারণ বক্স অফিসে বাংলা সিনেমার সুদিন ফিরেছে। পুজোর বক্স অফিসও জমজমাট। ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’, ‘জঙ্গলে মিতিন মাসি’র মতো সিনেমা সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ’। তবে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ছবির প্রতি বাঙালির বরাবর আগ্রহ বেশি। তা সে ‘বেলাশেষে’ হোক বা ‘বেলাশুরু’, কিংবা হোক ‘হামি ২’। বাংলার মানুষকে বরাবর বিষয়ভিত্তিক সিনেমা উপহার দিয়েছেন এই পরিচালক জুটি। এবার বাংলার বাইরের মানুষরাও এই বিষয় অনুভব করবেন।

[আরও পড়ুন: ‘গদর ২’র শো চলাকালীন প্রেক্ষাগৃহে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! পড়ল বেধড়ক মার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ