BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

অসুস্থ পরিচালক নন্দিতা রায়, ভরতি করা হল হাসপাতালে

Published by: Suparna Majumder |    Posted: May 12, 2023 9:20 pm|    Updated: May 12, 2023 9:22 pm

Nandita Roy reportedly hospitalized | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি পরিচালক-প্রযোজক নন্দিতা রায় (Nandita Roy)। এমনই খবর শোনা যাচ্ছে।  সূত্রের খবর, কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তাঁর। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভরতি করা হয়। 

Nandita Roy

শুক্রবারই মুক্তি ‘ফাটাফাটি’ (Fatafati)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।  ছবির প্রিমিয়ারে নাকি উপস্থিত ছিলেন না নন্দিতা রায়। 

[আরও পড়ুন: ‘বাচস্পতির মতো বর চাই’, কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডায় ঋতাভরী]

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। তাঁর পরামর্শেই ভরতি করা হয় হাসপাতালে। পরে জানা যায় ইনফ্লুয়েনঞ্জায় আক্রান্ত নন্দিতা রায়। 

Nandita Shiboprasad

শোনা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন নন্দিতা রায়। এখন ভালই আছেন তিনি। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছে তাঁকে। এদিকে প্রিয় পরিচালক-প্রযোজকের হাসপাতালে ভরতির খবর উৎকন্ঠায় অনুরাগীরা। নন্দিতা রায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। 

[আরও পড়ুন: বিজ্ঞাপনে রূপান্তরিত হওয়ার প্রচার! নেটিজেনদের রোষানলে জনপ্রিয় কফি কোম্পানি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে