Advertisement
Advertisement

Breaking News

Laal Singh Chaddha

বক্স অফিসে ডাহা ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, কোনও ওটিটি কিনতে চাইছে না আমিরের ছবি

কী কারণে এমন দশা 'লাল সিং চাড্ডা'র?

Netflix calls off OTT deal with Laal Singh Chaddha; Here’s what happened | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 22, 2022 8:29 pm
  • Updated:August 22, 2022 8:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসাব যা বলছে, বক্স অফিসে ডাহা ফ্লপ আমির খানের ‘লাল সিং চাড্ডা’। ট্রেন্ড বলছে, এই ছবি বেশিদিন আর থাকবে না সিনেমা হলে। লাল সিং চাড্ডার কপালে যে এরকম পরিণতি লেখা ছিল তা আন্দাজও করতে পারেননি আমির খান। তবে আমির খানের কপালে দুঃখের শেষ নেই। নতুন খবর অনুযায়ী, ওটিটিতেও একেবারে ব্রাত্য ‘লাল সিং চাড্ডা’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নেটফ্লিক্স ও অন্যান্য বড় মাপের ওটিটি সংস্থা কিনতে চাইছে না ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট। বহুবার আমিরের সঙ্গে মিটিং করার পরেও নাকি ওটিটি সংস্থাকে রাজি করাতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

তা হঠাৎ ওটিটি কেন কিনতে চাইছে না লাল সিং চাড্ডা?

Advertisement

প্রথমে মনে করা হচ্ছিল, শুরু থেকেই এই ছবি বিতর্কের মুখে পড়ার ফলে হয়তো ওটিটি থেকে ব্রাত্য হয়েছে ‘লাল সিং চাড্ডা’। তবে সূত্রের খবর অনুযায়ী, বিতর্ক নয়। বরং আমিরের চাহিদা দেখেই পিছু হাঁটছে ওটিটি সংস্থা। ঠিক যেমন, নেটফ্লিক্সের কাছে ‘লাল সিং চাড্ডা’র জন্য ১৫০ কোটি টাকা দাবি করেছেন আমির। এবং আমির শর্ত রেখেছেন ছবি মুক্তির ৬ মাস পরে যেন ওটিটিতে রিলিজ হয় এই ছবি। আমিরের এই শর্ত ও দাবি মানতে নারাজ নেটফ্লিক্স। শোনা যাচ্ছে, সেই কারণেই আমিরের এই ছবি কিনতে নারাজ নেটফ্লিক্স।

Advertisement

দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষা শেষে বড়পর্দাতে ফিরেও নিজের ক্যারিশ্মা ছড়াতে চূড়ান্ত ব্যর্থ আমির খান। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। শোনা যাচ্ছে, সিনেমা হলে এর আয়ু এক সপ্তাহই। অর্থাৎ পরের সপ্তাহেই বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে ফেলা হতে পারে বিগ বাজেটের এই ছবিকে। যদিও নির্মাতাদের দাবি, এখনও পর্যন্ত লোকসানের মুখ দেখেনি তারা।

[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছে ‘নিখিল-শ্যামা’, ‘কৃষ্ণকলি’র পর নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন নীল-তিয়াসা]

রাখীবন্ধনের শুভলগ্ন অর্থাৎ গত ১১ আগস্ট মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা‘। প্রথম দিনে ১২ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। গত ১৩ বছরে উদ্বোধনী দিনে এমন খারাপ হালের সাক্ষী থাকতে হয়নি আমির খানকে (Aamir Khan)। আর মোট পাঁচ দিনে তাঁর ছবি ৪৫-৪৬ কোটি টাকা ব্যবসা করেছে বলে খবর। মাঝে শোনা গিয়েছিল, দর্শক কম থাকায় বেশ কিছু সিনেমা হলে শোয়ের সময় কমিয়ে দেওয়া হয়েছে। যা পরিস্থিতি, তাতে চলতি সপ্তাহেই দেশের অধিকাংশ সিনেমা হল থেকে বিদায় নিতে পারে আমিরের ছবিটি।

Aamir Khan and Kareena Kapoor are stunning in Laal Singh Chaddha Trailer

১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণেই তৈরি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। যদিও এতে কিছু দেশীয় ছোঁয়া দিয়েছেন পরিচালক। তবে ছবিটি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খানের বিরুদ্ধে। সেই প্রভাবেই কার্যত ভরাডুবি লাল সিং চাড্ডার। সূত্রের খবর, ছবিটি বক্স অফিসে জোর ধাক্কা খাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছে নাকি হতাশাও প্রকাশ করেছেন তিনি। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না কেউই। উলটে নির্মাতাদের দাবি, এখনও কোনও লোকসান হয়নি তাদের।

BJP Leader Moves PIL Plea In Calcutta High Court Seeking Prohibition On Exhibition Of Movie 'Laal Singh Chaddha'

আসলে সম্প্রতি শোনা গিয়েছিল, কিছু ডিসট্রিবিউটর নাকি প্রযোজকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। তারই উত্তরে নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ভায়াকম ১৮-এর সিইও অজিত আন্ধারে বলেন, “বাইরের কোনও ডিসট্রিবিউটর এর সঙ্গে জড়িত নয়। এই দায়িত্ব শুধুমাত্র V18Studios-এর উপরই ছিল। আর প্রথম দফায় কোনও ক্ষতি হয়নি। ভারত ও ভারতের বাইরে এখনও ছবিটি প্রদর্শিত হচ্ছে। তাই গুজবে কান দেবেন না।” কিন্তু আমিরের সিনেমা নিয়ে যে উন্মাদনা থাকে, তা এবার যে চোখে পড়ছে না, সেটাও বাস্তব।

 

[আরও পড়ুন: বাংলা বন্ধ হোক লাল সিং চাড্ডার প্রদর্শনী! কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা বিজেপি নেতার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ