BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এ কেমন জুতো! নুসরতের ছেলের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Published by: Suparna Majumder |    Posted: May 29, 2023 12:28 pm|    Updated: May 29, 2023 12:28 pm

Netizens awestruck by Nusrat Jahan's son Yishaan's shoe | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের দিন। একটু বেড়াতে যেতে কার না মন চায়। তাই হয়তো গিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ছেলে ঈশানকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ। সেই ভিডিও ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে শেয়ার করেন। তাতেই অবাক নেটিজেনরা। তাঁদের অবাক হওয়ার কারণ ঈশানের পায়ের জুতো।

Nusrat Jahan

ভালবাসার চিহ্ন এঁকে দিয়ে ঈশানের (Yishaan) পায়ের ছোট্ট ভিডিও-ই শেয়ার করেছেন নুসরত। কিন্তু তাতে অবাক হওয়ার কী আছে? নুসরতের একমাত্র সন্তানের পায়ের দুই জুতো দু’টি রঙের। সাদা রঙের জুতোয় লেখা NJ অর্থাৎ নুসরত জাহান। আর মভ কালারে জুতোয় লেখা YD অর্থাৎ যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। বাবা-মা দু’জনের ভালবাসাই যেন ঈশানের পাথেয়। সেই কারণেই বোধহয় এমন জুতো খুদের।

Nusrat Insta Story
[আরও পড়ুন: ধর্মের টানে ছাড়েন বলিউড, বোরখা পরা নিয়ে তীক্ষ্ণ মন্তব্য জায়রা ওয়াসিমের]

নুসরত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পরই জল্পনা ছড়িয়েছিল, অভিনেত্রীর গর্ভের সন্তান নাকি আসলে অভিনেতা যশ দাশগুপ্তর। এই জল্পনায় সিলমোহর পরে যখন ঈশানের নাম নথিভূক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান অভিনেত্রী। এখন একসঙ্গেই থাকেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় নানা PDA মোমেন্ট শেয়ার করেন।

Yash

বড়পর্দাতেও জুটি বাঁধছেন নুসরত-যশ। দেবরাজ সিনহার পরিচালনায় থ্রিলারধর্মী ‘শিকার’ ছবিতে দেখা যাবে দু’জনকে। যশ-নুসরত ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর পাশাপাশি আবার ‘ইয়ারিয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করছেন যশ।

[আরও পড়ুন: নগ্ন শরীরে সোফায় শুয়ে প্রেমিক অর্জুন! ব্যক্তিগত ছবি ফাঁস মালাইকার, তোলপাড় নেটদুনিয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে