Advertisement
Advertisement

Breaking News

Saayoni Ghosh

মাদকের নেশায় খুনের ঘটনায় জড়ালেন সায়নী-সোহম! লাল স্যুটকেস নিয়ে হুলুস্থুল কাণ্ড

থানা, পুলিশ, মারপিট, দুশ্চিন্তায় একেবারে ঘেঁটে ঘ তাঁরা।

Official Trailer of Saayoni Ghosh, Soham Chakraborty statter Laal Suitcase Ta Dekhechen out | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 15, 2023 4:06 pm
  • Updated:January 15, 2023 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকের নেশা সর্বনাশা। আর নেশাতেই বুঁদ হয়ে মারাত্মক কাণ্ড করে বসলেন সায়নী ঘোষ ও সোহম চক্রবর্তী! জলজ্য়ান্ত এক ব্যক্তিকে খুন করে ভরে ফেললেন স্যুটকেসে! তারপর? ট্রেলার প্রকাশ্যে এনে আপাতত এভাবেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

রিয়েল নয়, রিল লাইফে নেশাগ্রস্ত অবস্থায় খুনের কাণ্ডে জর্জরিত সায়নী (Sayoni Ghosh) ও সোহম। থানা, পুলিশ, মারপিট, দুশ্চিন্তায় একেবারে ঘেঁটে ঘ তাঁরা। মুক্তি পেল এলএসডি অর্থাৎ ‘লাল স্যুটকেসটা দেখেছেন?’ (L.S.D Laal Suitcase Ta Dekhechen?) ছবির ট্রেলার। গল্পের শুরু সায়নী ও সোহমের আলাপ দিয়ে। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কিন্তু তার আগে একটু মাদকের নেশা করার ভীষণ শখ সায়নীর। এই নেশাতেই তাঁর সঙ্গী সোহম। মাদকাসক্ত হয়ে সোহমের হাতে হয়ে যায় একটি খুন!

Advertisement

[আরও পড়ুন: বুর্জ খলিফায় ঝড় তুলল ‘পাঠান’, ট্রেলার প্রদর্শনীর সময় মঞ্চ মাতালেন খোদ শাহরুখ]

লাশ সরিয়ে ফেলার উপায় বাতলে দেন সায়নী। লাল স্যুটকেসে মৃতদেহটি ভরে ফেলতে বলেন। কিন্তু সেটিকে গায়ের করতে গিয়ে রীতিমতো কালঘাম ছোটে তাঁদের। আর এই ঘটনাকে ঘিরেই ঘুরতে থাকবে ছবির গল্প। পুলিশের নজর, জটিলতা, গুণ্ডামি পেরিয়ে কি নিজেদের কাজটি করতে পারবেন তাঁরা? এই প্রশ্ন তুলেই ট্রেলার শেষ করেছেন পরিচালক।

Advertisement

বরাবরই অভিনয়ে নিজের সেরাটা উজার করে দেন সায়নী। ট্রেলারে সোহমের থেকেও তিনিই বেশি নজর কাড়লেন। এই দুই তারকা ছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, সুমিত সমাদ্দার, জুন মালিয়া-সহ অন্যান্যরা। ছবির নামের মধ্যেই রয়েছে জোড়া চমক। মাদক আর খুনের ডাবল পাঞ্চে কী হাল হয় নায়ক-নায়িকার, সেটা দেখতেই হলমুখী হবেন দর্শকরা। পরিচালকের কথায়, এই ধরনের ডার্ক কমেডি বাংলায় সচরাচর দেখা যায় না। গোটা ছবিটা আসল লোকেশনে শুট করা হয়েছে। যে কারণে এর রূপ-রস-গন্ধ সব ঠিক থাকবে বলেই আশা তাঁর।

[আরও পড়ুন: সিঙাড়া থেকে ঘি, একাধিক দেশে নিষিদ্ধ হলেও ভারতে বেশ জনপ্রিয় এই পাঁচটি খাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ