BREAKING NEWS

১৪ আশ্বিন  ১৪২৭  বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২০ 

Advertisement

কেবিসিতে ফুটবল নিয়ে উত্তর দিতে ব্যর্থ অভিষেক, বিব্রত বিগ বি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 14, 2017 1:28 pm|    Updated: September 10, 2020 1:39 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসেছিলেন বাবাকে সঙ্গ দিতে। টেলিভিশনের হটসিটে দিব্যি বসেছিলেন। কিন্তু দিতে পারলেন না একটি ছোট্ট প্রশ্নের উত্তর। ছেলে অভিষেকের জন্য এভাবেই ‘কৌন বনেগা কড়োরপতি’র সেটে বিব্রত হতে হল খোদ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে।

[সিকিমকে উপদ্রুত বলে নেটদুনিয়ায় সমালোচিত প্রিয়াঙ্কা চোপড়া]

বাবার সৌজন্যেই বলিউডে প্রবেশ ঘটে অভিষেকের। বেশ কয়েকটি ফ্লপ দেওয়ার পর কয়েকটি হিটের সন্ধান অবশ্য পেয়েছিলেন জুনিয়র বচ্চন। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সমালোচকরা বলেন সিনেমার থেকে খেলাধুলা নিয়ে অভিষেকের বেশি উৎসাহ। ‘প্রো কবাডি লিগ’-এ ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’-এর মালিক তিনি। আবার যৌথভাবে মালিকানা রয়েছে ‘আইএসএল’-এর ‘চেন্নাই এফসি’ দলের। বলিউড তারকাদের ফুটবল দলের ক্যাপ্টেনও আবার অভিষেকই। ফুটবল নিয়ে নাকি তাঁর উন্মাদনা বাড়ির লোকজনকেও মাঝেমধ্যে বিরক্ত করে। এহেন অভিষেককে ফুটবল নিয়েই কেবিসি-তে প্রশ্ন করেছিলেন বিগ বি। যার কোনও উত্তর দিতে পারেনি জুনিয়র বচ্চন। ছেলের এই ব্যর্থতায় অবাক হয়েছিলেন অমিতাভও। সকলের সামনেই নাকি ছেলেকে খোঁটা দিয়ে বসেন তিনি। প্রশ্ন করে বসেন, যে ফুটবলের প্রতি তাঁর এত প্রেম সেই ফুটবল নিয়েই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারলেন না?

[জানেন, কেন নেটদুনিয়ায় দিনভর খোরাক হলেন ঋষি কাপুর?]

কী প্রশ্ন করা হয়েছিল অভিষেককে। সে সম্পর্কে বিস্তারিত কিছু অবশ্য জানা যায়নি। স্টুডিওভর্তি দর্শকের সামনে ছেলের এই অবস্থায় বেশ বিড়ম্বনায় পড়েছিলেন শাহেনশা। আগামী ১৫ সেপ্টম্বর টেলিকাস্ট হবে কেবিসি-র এই পর্ব। তবে তাতে এই দৃশ্য থাকবে কি না, তা এখনও জানা যায়নি। অবশ্য বাবা-ছেলের বিশেষ এপিসোডের একটি টিজার প্রকাশ্যে এসেছে।

[বিকিনি পরে ছবি কেন, সমালোচকদের কী জবাব দিলেন তাপসি?]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement