BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভাষা নিয়ে পাকিস্তানকে খোঁচা! নাসিরুদ্দিনকে একহাত নিলেন পাক অভিনেত্রী মানসা পাশা

Published by: Akash Misra |    Posted: June 7, 2023 8:58 pm|    Updated: June 7, 2023 9:35 pm

Pakistani actor Mansha Pasha reacts to Naseeruddin Shah's ‘Sindhi no longer spoken in Pakistan’ comment| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার আর কেরালা স্টোরি নয়, বরং পাকিস্তান সম্পর্কে বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার হলেন নাসির। প্রতিবেশি দেশের জনপ্রিয় অভিনেত্রী মানসা পাশা নাসিরুদ্দিনকে একহাত নিলেন টুইটারে।

তা ঠিক কী বলেছেন নাসির?

নাসির এখন ব্য়স্ত রয়েছেন তাজ সিরিজের প্রচারে। আর এই সিরিজের প্রচারেই একের পর এক বেফাঁস মন্তব্য় করছেন অভিনেতা। নাসির বললেন, পাকিস্তানের মানুষেরা বালুচি, বারি, সিরাইকি, পুস্তুতেই বেশি কথা বলে। সিন্ধি ভাষায় কথা কেউ আর বলেন না।

[আরও পড়ুন: মেয়ে দেবীর বাঙালি ডাকনাম রাখলেন বিপাশা বসু, বাড়িতে কী বলে ডাকেন জানেন?]

নাসিরের এই মন্তব্য়েই আপত্তি তুলেছেন পাক অভিনেত্রী মানসা পাশা। টুইট করে মানসা জানিয়েছেন, ”নাসির একদম ঠিক কথা বলেননি। মন্তব্য করার আগে খোঁজ নেওয়া দরকার। আমি নিজে সিন্ধি। বাড়িতে সিন্ধি ভাষাতেই কথা বলি। অনেকেই বলেন।”

শুধু পাক অভিনেত্রী মানসাই নয়, নাসিরের এই কথার বিরোধিতা করেছেন পাকিস্তানের নেটিজেনরাও।

আরও পড়ুন: বিয়ে না করেও দু’বার অন্তঃসত্ত্বা! ‘যুবপ্রজন্মকে নষ্ট করছেন’, কটাক্ষ অর্জুনের প্রেমিকাকে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে