Advertisement
Advertisement
Mahira Khan

বিয়ে করছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা, জানেন কে?

সেপ্টেম্বর মাসেই বিয়ে অভিনেত্রীর।

Pakistani actress Mahira Khan to get married next month| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 18, 2023 9:13 am
  • Updated:August 18, 2023 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা মাহিরা খান। রইস ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল মাহিরাকে। এই ছবি দিয়েই বলিউড পা রেখেছিলেন মাহিরা। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলা অভ্যন্তরীণ বিবাদের কারণে আর হিন্দি ছবিতে দেখা যায়নি তাঁকে। সেই মাহিরাই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসেই নাকি দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে নিকাহ করতে চলেছেন মাহিরা। ইতিমধ্য়েই নাকি মাহিরা ও সেলিম বিয়ের নানারকম বন্দোবস্ত করে ফেলেছেন। তবে এখনই বিয়ের তারিখ খোলসা করতে চাইছেন না মাহিরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বই লিখে কী লাভ?’ লেখালেখি থেকে অবসর নেবেন তসলিমা! পোস্ট ঘিরে জল্পনা]

আতিফ আসলমের সঙ্গে বোল ছবি থেকেই পাকিস্তানি সিনেমায় পা রাখেন মাহিরা। তারপর শাহরুখের সঙ্গে বলিউড ছবি রইসে অভিনয় করেন। তবে তাঁর আগে হামসফর নামের এক পাকিস্তানের ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন মাহিরা। একসময় তো রণবীর কাপুরের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনেও ঢুকে পড়েছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement