২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

অবিকল যেন বাজপেয়ী! ‘ম্যায় অটল হু’ সিনেমার ফার্স্টলুকে চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠী

Published by: Suparna Majumder |    Posted: December 25, 2022 4:33 pm|    Updated: December 25, 2022 6:38 pm

Pankaj Tripathi stuns as Atal Bihari Vajpayee in Main Atal Hoon First look | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জীবন কাহিনি। এখবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্টলুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।

Pankaj-Tripathi-as-Vajpayee-web

বায়োপিক বরাবরই বলিউডের পছন্দের বিষয়। তা কোনও ক্রীড়া ব্যক্তিত্ব হোক কিংবা কোনও অভিনেতার জীবন। এমনকী, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও বলিউডে তৈরি হয়েছে বেশ কিছু ছবি। সেই তালিকায় নতুন সংযোজন ‘ম্যায় অটল হু’। বিনোদন ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রবি যাদব। তবে ছবির তুরুপের তাস যে পঙ্কজ ত্রিপাঠি হতে চলেছেন। তা ফার্স্টলুক দেখেই বোঝা যাচ্ছে।

Pankaj Tripathi as Vajpayee

[আরও পড়ুন: মিঠুন বিজেপি করেন বলেই নন্দনে ব্রাত্য ‘প্রজাপতি’! মন্তব্য দিলীপ ঘোষের]

পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ১৯৯৮ সালে। একটানা ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রিত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট। এই দীর্ঘ সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। তাঁর সময়ের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কার্গিল যুদ্ধ।

Vajpayee

বাজপেয়ীর সময়েই কাশ্মীর সীমান্তে জঙ্গি হামলা থেকে শুরু করে পাক সেনার গুলিবর্ষণের মতো ঘটনা। দক্ষ হাতে একের পর এক বিপর্যয়ের মোকাবিলা করেছে বাজপেয়ীর সরকার। তাঁর আমলেই ভারত-পাক মৈত্রীর নয়া যোগসূত্রের সূচনা হয়। ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চালানোর উদ্যোগও নিয়েছিলেন তিনি। ২০০০ সালের এপ্রিলে তাঁর উদ্যোগেই দিল্লি থেকে লাহোরের উদ্দেশে রওনা হয় সমঝোতা এক্সপ্রেস। পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষার মধ্যে বিশ্বের মহাশক্তিধর ‘বিগ ফাইভ’ ক্লাবে প্রবেশ করে ভারত। যদিও মার্কিন চাপের কাছে নতজানু না হয়ে সিটিবিটি ও এনপিটি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে ভারত সরকার। রাজনীতির পাশাপাশি সাহিত্য জগতেও বাজপেয়ীর বিচরণ ছিল। মনে করা হচ্ছে, এই সমস্ত বিষয়ই উঠে আসবে ‘ম্যায় অটল হু’ সিনেমায়।

Pankaj-Tripathi-as-Vajpayee

[আরও পড়ুন: আত্মহত্যায় ‘প্ররোচনা’, পুলিশের জালে অভিনেত্রী তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক সিজান]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে