BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পাওলি দাম অভিনীত বাংলা ছবি ‘ছাদ’

Published by: Suparna Majumder |    Posted: May 23, 2022 9:50 am|    Updated: May 23, 2022 9:50 am

Paoli Dam starrer movie Chhaad - The Terrace will be screening at Cannes 2022 | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) দেখানো হবে বাংলা ছবি ‘ছাদ’ (Chhaad – The Terrace)। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী পাওলি দাম। ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।  রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, রাজনন্দিনী পালের মতো তারকা। 

Paoli-Cannes

জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের (NFDC) উদ্যোগে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে একজন শিক্ষিকা এবং লেখিকার ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। কাজের পাশাপাশি পারিবারিক দায়িত্বও সামলাতেও পাওলির চরিত্রকে। কিন্তু এই চরিত্রই আবার প্রতিবাদী হয়ে ওঠে যখন নিজের ছাদের অধিকার থেকে বঞ্চিত হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

[আরও পড়ুন: ভুয়ো কলসেন্টারের বিপুল টাকা কোথায় রেখেছে পল্লবীর প্রেমিক সাগ্নিক? তদন্তে পুলিশ]

মানুষের মুক্তি, স্বাধীনতার কথা বলেন  ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত ছবিটি। কান (Cannes 2022) চলচ্চিত্র উৎসবের ‘মার্শে ডু ফিল্মস’ সেকশনে তা দেখা হবে বলেই জানিয়েছেন পাওলি দাম। কান চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গনে ইতিমধ্যেই ছবির পোস্টার লাগানো হয়ে গিয়েছে। সেই ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন পাওলি। পাশাপাশি পরিচালক ইন্দ্রাণী, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এবং কান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

উল্লেখ্য, শেষবার কান চলচ্চিত্র উৎসবে পাওলি দামকে দেখা গিয়েছিল ২০১১ সালে। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ছত্রাক ছবির জন্য আন্তর্জাতিক এই উৎসবে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। লালপেড়ে সাদা শাড়ি পরে কানের রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি।  পাওলি নিজে না যেতে পারলেও পৌঁছে গিয়েছে তাঁর ছবি ‘ছাদ’। যা দেখবেন চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথিরা। 

Paoli-Cannes-1

[আরও পড়ুন: ফের চর্চায় ‘রগড়ে দেব’, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য এবার প্রসেনজিতের সিনেমার সংলাপে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে