BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘নাটু নাটু’ গানে কোরিয়ার দূতাবাসের আধিকারিকদের নাচ, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

Published by: Suparna Majumder |    Posted: February 26, 2023 8:18 pm|    Updated: March 15, 2023 6:59 pm

PM Modi praises Korean Ambassador's 'Naatu Naatu' Dance | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয় অস্কারে এবার গোটা ভারতের বাজি এসএস রাজামৌলির ‘RRR’। ছবির খ্যাতি দেশ ছাপিয়ে বিদেশেও পৌঁছেছে। আর পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে। তাই তো ভারতীয় এই সিনেমার গানে দিব্যি কোমর দুলিয়ে নাচলেন দূতাবাসের আধিকারিকরা। আর সেই ভিডিও শেয়ার করে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

Modi-Naatu-Naatu

২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি অস্কারের (Oscar 2023) জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।

[আরও পড়ুন: অক্ষয় কুমারের সঙ্গে তুলনা! জেদের বশে কী করেছিলেন টোটা রায়চৌধুরী?]

গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাটু নাটু’ (Naatu Naatu)। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার অস্কারের পালা। তা যদি জুটে যায়, তাহলেই ষোলকলা পূর্ণ। এমন পরিস্থিতিতেই কোরিয়ার দূতাবাসের কর্মীদের নাচ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী ভিডিও শেয়ার করে লিখলেন, ” গোটা টিমের খুবই সুন্দর আর মিষ্টি চেষ্টা।”

ইতিমধ্যেই অস্কারের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন ‘RRR’ সিনেমার নায়ক রামচরণ। খালি পায়ে হায়দরাবাদ থেকে বিমান চেপে লস অ্যাঞ্জেলেসে উড়ে যান তিনি। শোনা যায়, রামচরণের প্রিয় পোষ্য ব্র্যাটের পা ভেঙে গিয়েছিল। সে সুস্থ না হওয়া পর্যন্ত আমিষ খাবার না খাওয়া এবং খালি পায়ে হাঁটার পণ নিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার।

[আরও পড়ুন: অরিজিতের ছবিতে মন্তব্যের জের, কেকে প্রসঙ্গ তুলে রূপঙ্করকে করা হল তীব্র কটাক্ষ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে