Advertisement
Advertisement

Breaking News

Rupankar Kingshuk Chatterjee

প্রয়াত ‘বউদিমণির কাগজওয়ালা’ খ্যাত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়, বন্ধুকে হারিয়ে কী বললেন রূপঙ্কর?

বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

Populer lyricist Kingshuk Chatterjee Expired| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 30, 2023 2:24 pm
  • Updated:August 30, 2023 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল সকালই সংগীতমহলে খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। খবর অনুযায়ী, দীর্ঘদিন লিভারের সমস্য়ায় ভুগছিলেন। বুধবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন শিল্পী।

সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর দীর্ঘদিনের বন্ধুত্ব কিংশুকের। কিংশুকের লেখায় বহু সুপারহিট গান দিয়েছেন রূপঙ্কর। যার মধ্য়ে রয়েছে ‘বউদিমণির কাগজওয়ালা’, ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো গান। তবে শুধু রূপঙ্কর নয়, কিংশুকের লেখা গান গেয়েছেন শিলাজিৎ, সিধুরাও। 

Advertisement

[আরও পড়ুন: ‘এক সময় রোগা ছিলাম’, জন্মদিনে ছোটবেলার ছবি পোস্ট করে চমকে দিলেন শ্রীলেখা]

সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে রূপঙ্কর বাগচীকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ”কিংশুক আমার থেকে অনেক জুনিয়ার। যখন বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ ছিল, অন্তত আমার কাছে। ৯৫ সাল থেকে শুরু করে ২০০৫। এই সময় কিংশুকের সঙ্গে অজস্র কাজ করেছি। গান তৈরির সময় অনেক আড্ডা মেরেছি ওর সঙ্গে। ওর লেখা ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, বউদিমণির কাগজওয়ালা আর বিশেষ করে ও বাউল গানগুলো আমার অন্যতম জনপ্রিয় গান। ওর লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কেও, খুব সহজ হিসেবে ভাবত। ভাল গীতিকার ও কবি তো ছিলই। ভাল মানুষও ছিল। খারাপ লাগছে ওর স্ত্রী ও সন্তানের কথা ভেবে। ওদের তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সত্যিই ভাল এক শিল্পীকে হারালাম। ”

Advertisement

[আরও পড়ুন: নবান্নে ‘হ্যালো স্যার’ শুনে বিব্রত সেচমন্ত্রী, ‘আবার প্রলয়’-এর করালিবাবুকে কী বললেন মুখ্যমন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ