Advertisement
Advertisement

Breaking News

Rituparno Ghosh

‘নিশ্চয়ই অনেককিছু বলার আছে…’, বন্ধু ঋতুপর্ণকে স্মরণ করলেন প্রসেনজিৎ

ঋতুপর্ণা-টোটার পোস্টেও আবেগঘন বার্তা।

Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Tota Roy Choudhury remembering Rituparno Ghosh | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 30, 2023 2:13 pm
  • Updated:May 30, 2023 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ মে, ২০১৩। এই দিনটায় আজও যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। প্রিয় ঋতু আর নেই। এখনও তাঁর একথা বিশ্বাস করতে ইচ্ছে করে না।

Actor Prosenjit Chatterjee written open letter to Late director Rituparno Ghosh on his birthday | Sangbad Pratidin

Advertisement

‘উনিশে এপ্রিল’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘উৎসব’, ‘খেলা’ — প্রতি সিনেমায় পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) নায়ক ছিলেন প্রসেনজিৎ। শুধু নায়ক-পরিচালকে গণ্ডীতে সীমাবদ্ধ ছিল না তাঁদের সম্পর্ক। ঋতুকে নিজের ‘ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’ মনে করেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। বন্ধুকে ভাল থাকার বার্তা দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কুস্তিগিরদের সমর্থনে কীসের ভয়? সংসদ ভবন বিতর্কে শাহরুখকে প্রশ্ন এনসিপির]

‘দহন’, ‘উৎসব’-এর কথা স্মরণ করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লেখেন, “ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়া আমাদের জন্য এক ভীষণ বড় অসম্পূর্ণ ক্ষতি। একজন বাঙালি পরিচালক হয়ে তিনি সারা বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছিলেন। ‘দহন’, ‘উৎসব’ ওনার সাথে করা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দু’টি ছবি। আরও অনেক অনেক কাজ করা বাকি ছিল, দাদা হিসাবে আরও কিছু দিন যদি ওনাকে পেতাম! ওনার স্নেহ, ওনার ভালোবাসা খুব মিস করি। অনেক স্মৃতি ওনাকে ঘিরে। কিন্তু আমার বিশ্বাস ইনি যেখানে গেছেন হয়তো ওখানেও কিছু সৃষ্টি করে যাচ্ছেন। ভাল থেকো ঋতুদা।”

ঋতুপর্ণ ঘোষকে নিজের শিক্ষক মনে করেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। তাঁর কথায়, “শিক্ষক, পথপ্রদর্শক, চলচ্চিত্র প্রতিষ্ঠান…তোমার চলে যাওয়ার পর থেকে জীবন আর আগের মতো নেই। কখনও থাকবেও না। তুমি নেই ১০টা বছর কেটে গেল। কিন্তু আমাদের মনে তোমার ঠাঁই চারকালীন। তুমি যেখানেই আছো ভাল থেকো, শান্তিতে থেকো, ভালবাসায় থেকো। “

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ