Advertisement
Advertisement
R. Madhavan

ফের অতীত রেকর্ড ভেঙে সোনা জয় ছেলে বেদান্তের, উচ্ছ্বসিত মাধবন, দেখুন ভিডিও

অলিম্পিক এখন পাখির চোখ মাধবনপুত্রের।

R Madhavan son Vedaant Madhavan breaks national junior swimming record | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 18, 2022 6:02 pm
  • Updated:July 18, 2022 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে যদি উন্নতি করে, তাহলে সব বাবারই মুখ উজ্জ্বল হয়। আর সব বাবারাই আনন্দে আত্মহারা হয়ে সবার সঙ্গে ভাগ করে নেন সেই খুশির খবর। ঠিক যেমনটি করলেন অভিনেতা ও পরিচালক আর মাধবন।

নানা সময়েই ছেলে বেদান্ত মাধবনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত হন মাধবন। তবে এবারটা যেন আনন্দ আরও তিনগুণ। আর হবে নাই বা কেন, ছেলে বেদান্ত এবার গোটা দেশের মুখ উজ্জ্বল করে সাঁতারে জিতে নিয়েছে স্বর্ণপদক। ৪৮ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়টিক চাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়ল মাধবনপুত্র। ১৫০০ মিটারের ফ্রি স্টাইলে ছেলে সোনা জেতার জন্য যে দুর্দান্ত সাঁতার কেটেছে ছেলে তারই ভিডিও শেয়ার করেছেন মাধবন।

Advertisement

ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মাধবন লিখলেন, ” এই বিশ্বে অসম্ভব বলে কিছু হয় না। কখনও বলতেই নেই, হবে না। দেখে নাও, ১৫০০ মিটার ফ্রিস্টাইলের জাতীয় জুনিয়র রেকর্ডটাও যে ভেঙে গেল। ”

Advertisement

[আরও পড়ুন: প্রেম করছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ! পুরুষসঙ্গীর পরিচয় জানলে চমকে যাবেন]

প্রসঙ্গত, মাধবনের ১৬ বছরের ছেলে বেদান্ত (Vedaant Madhavan)জাতীয় স্তরের সাঁতারু। ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে (Olympics 2026) ভারতের জন্য পদক আনা এখন তাঁর জীবনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে স্থির থেকেই প্রস্তুতি নিচ্ছে বেদান্ত। 

ছেলের প্র্যাকটিস যাতে বন্ধ না হয়, সেই কারণেই স্ত্রী সরিতা ও বেদান্তকে নিয়ে দুবাইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মাধবন। সেখানে উন্নত মানের একাধিক সুইমিং পুল রয়েছে। বেদান্ত নিশ্চিন্তে ২০২৬ সালের অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নিতে পারবেন। গত সপ্তাহেই নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে মাধবন অভিনীত ‘ডিকাপলড’। আরও কিছু কাজ রয়েছে তাঁর হাতে। তবে ছেলের জন্য নিজের কেরিয়ার অনায়াসে ছেড়ে দিতে পারেন বলেই জানিয়েছেন মাধবন।

[আরও পড়ুন: প্রেম করছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ! পুরুষসঙ্গীর পরিচয় জানলে চমকে যাবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ