Advertisement
Advertisement

উন্মুক্ত স্তনের ছবি, নেটদুনিয়ায় আগুন জ্বালালেন হলিউড অভিনেত্রী

কেন এমন ছবি পোস্ট করলেন তাঁর চিত্রগ্রাহক?

Rachel McAdams post photos of her breast
Published by: Sayani Sen
  • Posted:December 20, 2018 9:32 pm
  • Updated:December 20, 2018 9:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্তন নিয়ে বদ্ধ ধারণা ভাঙতে বিতর্কিত পোস্ট করে প্রতিবাদ জানালেন অভিনেত্রী ব়াচেল ম্যাকডামস৷ প্রায় উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করেছেন তিনি৷ এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ কিন্তু কেন এমন কাজ করলেন অভিনেত্রী, তা নিয়েই চলছে চর্চা৷

ছবিতে দেখা গিয়েছে, একটি কালো পোশাক পরে বসে আছেন অভিনেত্রী৷ সারা শরীর ঢাকা রয়েছে ঠিকই৷ তবে তাঁর স্তন দুটি প্রায় উন্মক্ত৷ খোলা বুকে দুটি ‘ব্রেস্ট পাম্প’৷ পাম্পগুলিতে বেশ খানিকটা দুধও আছে৷ হলিউড অভিনেত্রীর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷  ভাইরাল ছবিটি নেটিজেনদের নজর এড়িয়ে যাবে, তা তো হতে পারে না৷ উন্মুক্ত বক্ষের ছবি দেখে যদিও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়৷ অনেকেই বলছেন, এই ছবির মাধ্যমে নাকি অভিনেত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন৷ কারও কারও মতে, এ আর আশ্চর্যের কি? স্তন, মাতৃদুগ্ধ এ তো খুবই সাধারণ বিষয়৷ নেটিজেনরা যখন রাচেলের ছবিতে নিজেদের মতো করে মতামত দিতে ব্যস্ত, তখন মুখ খুললেন চিত্রগ্রাহক৷

Advertisement

[#Metoo অভিযোগের পালটা, গায়িকা সোনা মহাপাত্রকে তোপ সোনু নিগমের]

তিনি জানান, ছবিটি তোলার ঠিক মাসছয়েক আগে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী৷ একটি ম্যাগাজিনের কভার ফটো হিসাবে এই ছবিটি তোলা হয়েছিল৷ ফোটোগ্রাফারের মতে,  শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানো যে একেবারেই স্বাভাবিক একটি বিষয়, সেই বার্তা দিতে চেয়েছিলেন অভিনেত্রী৷ তাই এ ছবি তাঁর অনুমতিতে ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি, সেকথাও জানান চিত্রগ্রাহক৷ চিত্রগ্রাহকের কথা শোনার পর যদিও নেটিজেনরা বুঝতে পেরেছেন, যে এই ছবি পোস্টের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেননি অভিনেত্রী৷ বরং তাঁর প্রয়াস যথেষ্ট প্রশংসনীয়৷ স্তন্যপান নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙতেই তাঁর এই উদ্যোগ৷

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A million reasons why I wanted to post this picture. Obviously #rachelmcadams looks incredible and was quite literally the dream to work with but also this shoot was about 6 months post her giving birth to her son, so between shots she was expressing/pumping as still breastfeeding. We had a mutual appreciation disagreement about who’s idea it was to take this picture but I’m still sure it was hers which makes me love her even more. Breastfeeding is the most normal thing in the world and I can’t for the life of me imagine why or how it is ever frowned upon or scared of. I don’t even think it needs explaining but just wanted to put this out there, as if it even changes one person’s perception of something so natural, so normal, so amazing then that’s great. Besides she’s wearing Versace and @bulgariofficial diamonds and is just fucking major. Big shout out to all the girls 💪🏽 #rachelmcadams for @girls.girls.girls.magazine cover shoot 📸 @clairerothstein #pleaseshare Side note: I did not look anywhere near as fabulous as this when feeding/pumping. And that’s ok too. Stylist: @alicialombardini 👠 . #girlsgirlsgirlsmag #girlsgirlsgirls #bringingbackthewoman #nogrungejustglamour #independentmagazine #printisnotdead #normalisebreastfeeding #normalizebreastfeeding #breastfeeding #life #women #versace #bulgari

A post shared by Claire Rothstein Photographer (@clairerothstein) on

[‘ভয় নয়, রাগ হয়’, বুলন্দশহরের ঘটনায় উদ্বিগ্ন নাসিরউদ্দিন শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ