৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘রাম সিয়া রাম’ গানে প্রভাস-কৃতীর প্রেম! ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Published by: Suparna Majumder |    Posted: May 29, 2023 1:32 pm|    Updated: May 29, 2023 1:32 pm

Raghav and Janaki love in Prabhas, Kriti Sanon starrer Adipurush song Ram Siya Ram | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলারে শোনা গিয়েছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। ভিএফক্সের কারুকাজে দেখা গিয়েছিল সীতার অপহরণ, রাম-রাবণের যুদ্ধ। সেই ঘটনার সপ্তাহ দু’য়ের বাদে ফের ট্রেন্ডিং ‘আদিপুরুষ’ (Adipurush)। এবার ছবির প্রথম গান ‘রাম সিয়া রাম’ (Ram Siya Ram) গানে তোলপাড় নেটদুনিয়া। ইউটিউবে মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন গানটি।

Adipurush

রাঘব ও জানকী প্রেম-বিরহের কাহিনি দেখানো হয়েছেন নতুন এই গানে। নিজেদের সুরে গানটি গেয়েছেন সাকেত ও পরম্পরা ট্যান্ডন। গানের কথা লিখেছেন মনোজ মুন্তাসির। ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস (Prabhas)। হিন্দি ভার্সানে তাঁর হয়ে ফের কণ্ঠ দিয়েছেন শরদ কেলকর। অন্যদিকে জানকী হয়েছেন কৃতী স্যানন (Kriti Sanon)। দু’জনের অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তাইতো গান প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

[আরও পড়ুন: নগ্ন শরীরে সোফায় শুয়ে প্রেমিক অর্জুন! ব্যক্তিগত ছবি ফাঁস মালাইকার, তোলপাড় নেটদুনিয়া]

মহাসপ্তমীর দিনই প্রকাশ্যে এসেছি ‘আদিপুরুষ’-এর টিজার। ছবিতে লঙ্কেশ অর্থাৎ রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান (Saif Ali Khan)। টিজারে ভিএফএক্সের কাজ নেটিজেনদের বিশেষ পছন্দ হয়নি। সমালোচনার জেরে পরিচালক ওম রাউত কথা দিয়েছিলেন, নতুনভাবে তিনি সিনেমাকে দর্শকদের সামনে নিয়ে আসবেন। সেই কথা রেখেই সপ্তাহ দু’য়েক আগে ট্রেলার প্রকাশ করা হয়।

Adipurush-1

এদিকে বলিউডে জোর গুঞ্জন, এই সিনেমার সেটেই প্রভাসের প্রেমে পড়েছেন কৃতী। শুটিং ফ্লোরে কাজের ফাঁকে নিয়মিত আড্ডা মারতেন। দু’জনেই নাকি ঘণ্টার পর ঘণ্টা মেকআপ ভ্যানে বসে থাকতেন। তাতেই সখ্যতা বাড়ে। যদিও এ বিষয়ে প্রভাস-কৃতী দু’জনেই মুখে কুলুপ দিয়েছেন। সে যাই হোক, আগামী ১৬ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

[আরও পড়ুন: ধর্মের টানে ছাড়েন বলিউড, বোরখা পরা নিয়ে তীক্ষ্ণ মন্তব্য জায়রা ওয়াসিমের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে