BREAKING NEWS

১০ আষাঢ়  ১৪২৮  শুক্রবার ২৫ জুন ২০২১ 

READ IN APP

Advertisement

নামমাত্র কাপড়ে ঢাকা বক্ষযুগল, নতুন ফটোশুটে সাহসী রাইমা সেন, দেখেছেন ছবিগুলি?

Published by: Suparna Majumder |    Posted: May 22, 2021 6:44 pm|    Updated: May 22, 2021 6:44 pm

Raima Sen poted hot pictures on Instagram | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শর্তে যাঁরা বাঁচেন, তাঁদের তালিকায় পড়েন রাইমা সেন (Raima Sen)। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌঁড়ে শামিল হওয়ার কোনও তাড়া অভিনেত্রীর নেই। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের মত থাকতেই ভালবাসেন মুনমুনকন্যা। করোনা (Corona Virus) কালেও নিজের এই মেজাজখানি অক্ষত রেখেছেন রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি দিয়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

ছবিতে নীল রঙের জিন্স পরেছেন রাইমা। উর্ধাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। বক্ষযুগল সামান্য কাপড় দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। ঢেউ খেলানো পিঠে এক টুকরো সূতো পর্যন্ত নেই। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

[আরও পড়ুন: অতিমারী পরিস্থিতিতেই সুখবর, মা হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল]

রাইমার এই বোল্ড অবতারে বেশ খুশি অনুরাগীরা। কমেন্টবক্সে অনেকেই প্রশংসা করেছেন। কেউ রাইমার চোখের প্রশংসা করেছেন, কেউ আবার তাঁকে এজলেস বিউটির তকমা দিয়েছেন। ২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে নায়িকাকে। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ (Hello) সিরিজের তৃতীয় মরশুমে নজর কাড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’ (The Last Hour)। সেখানে নিমার চরিত্রে অভিনয় করেন রাইমা। Zee5 প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

[আরও পড়ুন: করোনা যুদ্ধে শামিল ‘সৌমিত্র’, প্রয়াত অভিনেতার নামে তৈরি হল অস্থায়ী কোভিড হাসপাতাল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement