ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছরের প্রেমের শুভ পরিণয়। ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করলেন রাকুলপ্রীত সিং। তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা গোলাপি পোশাকে বিয়ের দিন সেজেছিলেন অভিনেত্রী। প্রযোজক-অভিনেত্রীর বিয়ে যখন, তখন ফিল্মি কেত তো থাকবেই। রাকুলপ্রীত-জ্যাকির ক্ষেত্রেও তার অন্যথা হল না। বন্ধু-পরিবারকে সাক্ষী রেখে পড়ন্ত বিকেলের নরম রোদে এক হল চারহাত। তবে ছাদনাতলায় যাওয়ার আগেই চোখের জল ফেললেন রাকুল। কিন্তু কেন?
View this post on Instagram
শুক্রবার রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানির ফিল্মি বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল বিয়ের পিঁড়িতে বসার আগে নায়িকার চোখে জল। না কোনও দুঃখ নয়! এটা ছিল আনন্দাশ্রু। বলিউডি গানের তালে নেচেই বিয়ের আসর পর্যন্ত যান রাকুলপ্রীত। তিন বছরের ভালোবাসা ছাদনাতলা অবধি গড়ানোয়, আবেগে ভাসলেন অভিনেত্রী। পাশেই বলিউডের সহকর্মী বন্ধুরা। রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে গোয়ায় গিয়েছিলেন অনন্যা পাণ্ডে, আদিত্যা রায় কাপুর, অন্তঃসত্ত্বা স্ত্রী নতাশা দালালকে নিয়ে বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, ভূমি পেড়নেকর থেকে অক্ষয় কুমার, টাইগার শ্রফরা।
View this post on Instagram
আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে বসেছিল জমকালো বিয়ের আসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান বাতিল করে গোয়াতেই সাত পাক ঘোরেন বলিউডের তারকাজুটি। খোদ প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পালটা অভিনেত্রী ধন্যবাদও জানিয়েছেন মোদিকে। এবার সেই ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়ে’র ঝলক প্রকাশ্যে এল। সিন্ধি রীতিতে বিয়ের আগে আনন্দকরজ অনুষ্ঠানেও সাদা রং মিলান্তি পোশাকে সেজেছিলেন রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানি। সেই ছবিও বিয়ের দিন দুয়েকের মধ্যে প্রকাশ্যে এসেছে। শুক্রবার সকালে সদ্য বিবাহিত তারকাদম্পতি গোয়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হলেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.