Advertisement
Advertisement
Ranbir Kapoor

Ranbir Kapoor: ‘বাবার অতটা ঘনিষ্ঠ ছিলাম না’, ঋষির মৃত্যু প্রভাব ফেলেনি! কাপুর অন্দরমহলের কথা ফাঁস রণবীরের

এক অন্য পিতাপুত্রের সম্পর্কের সমীকরণের গল্প শোনালেন কাপুরনন্দন।

Ranbir Kapoor Confesses Hasn't Understood Rishi Kapoor's Loss Yet | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 24, 2023 1:14 pm
  • Updated:November 24, 2023 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদম্য পিতৃস্নেহ, বাবার মৃত্যুর প্রতিশোধে হিংস্র জন্তু হয়ে ওঠার জার্নি দেখিয়েছে ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। এক বাবা-ছেলের সম্পর্কের জটিলতার প্রেক্ষাপটেই সিনেমার গল্প। আর সেই ছবির প্রচারে বাবা ঋষি কাপুরের (Rishi Kapoor) সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্ফোরক রণবীর কাপুর (Ranbir Kapoor)।

বলিউডে তাঁকে নিয়ে গসিপের অন্ত নেই। একাধিকবার একাধিক নারীসঙ্গে জড়িয়ে বিতর্ককে ‘খাল কেটে’ ডেকে এনেছেন! কাপুরনন্দনের কেচ্ছা একসময়ে বিটাউনে রীতিমতো ‘টক অফ দ্য টেবিল’ হয়ে উঠেছিল। কিন্তু সেই রণবীরই এখন ঘোর সংসারী। রাহার বাবা। আলিয়ার স্বামী। কেরিয়ারে ফোকাসড। এর আগেও বাবা ঋষি কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের টানা-পোড়েনের কথা শোনা গিয়েছে। তবে এবার ‘অ্যানিম্যাল’ হয়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে যা বললেন, তা সত্যিই চমকে দেওয়ার মতো!

Advertisement

রণবীর কাপুরের মন্তব্য, “বড় হওয়ার সময়ে আমি বাবার ঘনিষ্ঠ ছিলাম না। বাবার সঙ্গে তাঁর বাবা মানে, আমার ঠাকুরদার যেরকম সম্পর্ক ছিল, আমারও ঠিক সেরকমই ছিল। ভালোবাসা, শ্রদ্ধা ছিল বটে, তবে বরাবরই একটা দূরত্ব থেকে গিয়েছে। আমার মনে হয়, ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেক বাবা-ছেলের সম্পর্কটাই একটু জটিল। ‘অ্যানিম্যাল’-এর গল্পে ঠিক এরকমই একটা প্লট রয়েছে, যার সঙ্গে কানেক্ট করতে পেরেছি।”

[আরও পড়ুন: প্রথম প্রেম কি ভোলা যায়? কাপুরবধু হয়েও করণের শোয়ে প্রাক্তন সিদ্ধার্থকে নিয়ে ‘আগল খোলা’ আলিয়া]

Ranbir-Rishi

এমনকী বাবা ঋষি কাপুরের মৃত্যুশোক উপলব্ধি নিয়ে রণবীর কাপুর বলছেন, “যে কোনও মানুষের জীবনেই বাবা-মায়ের চলে যাওয়াটা বড় ক্ষতি। বছর খানের আগে বাবাকে হারিয়েছি। কিন্তু এখনও সেই শোকটা অনুভব করতে পারি না। কারণ একটা ছেলেকে ছোট থেকে সবসময়ে শক্ত থাকার মন্ত্র দেওয়া হয়। তো সেভাবে ব্যক্ত করতে পারেন না অনেকে। তাই আমি সত্যিই জানি না, আমার বাবার মৃত্যুশোকটা আজ পর্যন্ত নিজের কাছে বা আমার প্রিয়জনের কাছে প্রকাশ করেছি কি না!”

[আরও পড়ুন: বদলার আগুন! ‘অ্যানিম্যাল’-এর রক্তাক্ত ট্রেলারে রোমহর্ষক রণবীর, শিহরিত নেটপাড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement