সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখকে দেখলেই ‘কুছ কুছ হোতা হ্য়ায়’। তাই তো শাহরুখকে ‘কভি অলবিদা না কহেনা’! ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ‘চলতে চলতে’, শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রয়েছে রানি মুখোপাধ্য়ায়ের। তাই তো সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের রানি। তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করার ছক কষে ফেলেছেন। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।
রানির কথায়, ”আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এরকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫!”
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখকে সঙ্গে নিয়ে খুব জলদিই নাকি সিনেমা তৈরির প্ল্য়ান করছেন রানি। তবে আপাতত সবই প্রাথমিক স্তরে।
প্রসঙ্গত, রানি মুখোপাধ্য়ায়ের নতুন ছবি ‘মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে’ বক্স অফিসের হিসেব বলছে শুধু গোটা দেশে নয়, বাংলাতেও দারুণ ব্যবসা করছে এই ছবি। আর তা জানতে পেরেই বাংলার মানুষদের ধন্যবাদ জানালেন রানি। এক সংবাদ মাধ্যমে রানি জানান, ”আমি বাঙালি হিসেবে গর্বিত। বাংলার মানুষ সব সময় আমাকে এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি তাঁদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.