Advertisement
Advertisement
Ranveer Allahbadia

‘মা-বাবার যৌনতা দেখবে?’, বিতর্কিত মন্তব্যে এবার রণবীরের প্রেমিকাও ছেড়ে পালালেন!

রণবীরকে আনফলো করার পাশাপাশি ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রেমিকা নিক্কির!

Ranveer Allahbadia's Alleged GF Nikki Drops Cryptic Post Amid Breakup Rumours
Published by: Sandipta Bhanja
  • Posted:February 12, 2025 3:35 pm
  • Updated:February 12, 2025 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেডির নামে অশ্লীল ভাঁড়ামো! “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এহেন কুৎসিত মন্তব্য করে বিতর্কের শিরোনামে রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তোলপাড় গোটা দেশ। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। আইনি বিপাকের জেরে ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি! এমতাবস্থাতেই শোনা গেল, এহেন দুর্দিনেই নাকি রণবীর এলাহাবাদিয়ার প্রেমিকাও তাঁর হাত ছেড়ে পালিয়েছেন।

নিক্কি শর্মা এবং রণবীর এলাহাবাদিয়া কোনওদিনই তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। যদিও দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন বলেই শোনা যায়। তবে বিগত দুদিনের বিতর্কের মধ্যেই এবার তাঁদের প্রেমে ভাঙনের খবর! একে-অপরকে সোশাল মিডিয়ায় আনফলো করার পাশাপাশি নিক্কির তরফে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও বর্তমানে চর্চার শিরোনামে। যেখানে লেখা- “শরীর শুধু খাবারই পরিত্যাগ করে না। পাশাপাশি নেচিবাচক শক্তিকেও দূরে ঠেলে দেয়। আপনার শরীর যদি জীবন থেকে কিছু মানুষ, জায়গা এবং বস্তুকে প্রত্যাখ্যান করা শুরু করে দেয়, তাহলে সেই প্রক্রিয়ায় আস্থা রাখুন এবং শুনুন।” যদিও নিক্কির ইনস্টা থেকে সেই পোস্ট বর্তমানে বিদায় নিয়েছে, তবে বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। অতঃপর দুয়ে দুয়ে চার করে তাঁদের অনুমান, বিতর্কিত মন্তব্যের জেরেই রণবীরের পাশ থেকে সসম্মানে সরে গিয়েছেন নিক্কি শর্মা। উল্লেখ্য, ভিডিও বার্তায় নিজের পক্ষে কোনওরকম যুক্তি না দিয়েই রণবীর এলাহাবাদিয়া ক্ষমা চেয়ে নিলেও তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করেননি।

Advertisement

প্রসঙ্গত, অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এখানেই শেষ নয়! সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে হুড়মুড় করে সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে ‘বিয়ার বাইসেপস’-এর। গত ২৪ ঘণ্টায় শুধু ইনস্টাগ্রামেই ৫০ হাজার সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর। দিনকয়েক আগে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর। সেখানে তিনি আচমকাই বলে বসেন, “বাবা-মায়ের যৌনতা দেখবে? নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে?” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীর-সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ। অন্যদিকে মহারাষ্ট্রেও রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। এর মাঝেই নিক্কি শর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement