BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রয়াত চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়, শোকের ছায়া ভারতীয় বিনোদন জগতে

Published by: Sandipta Bhanja |    Posted: June 4, 2020 12:55 pm|    Updated: June 4, 2020 12:57 pm

Renowned Indian filmmaker Basu Chatterjee has been expired

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মৃত্যু সংবাদ। কিছুতেই যেন কাটছে না বিনোদন জগতে শোকের রেশ। এবার চিরনিদ্রায় গেলেন খ্যাতনামা বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। টেলিপর্দায় প্রথম যাঁর হাত ধরে দর্শকদের অন্দরমহলে হাজির হয়েছিলেন ব্যোমকেশ বক্সী। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীঘর্দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। খ্যাতনামা পরিচালকের মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এল ভারতীয় চলচ্চিত্র জগতে।

‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘বাতো বাতো মে’, ‘চামেলি কি শাদি’, ‘এক রুকা হুয়া ফয়সলা’, ‘কমলা কি মৌত’, ‘চিৎচোর’, ‘খট্টামিঠঠা’র মতো বহু ছবির পরিচালনা করেছেন তিনি। সাত-আটের দশকে হৃষিকেশ মুখোপাধ্যায় এবং বাসু ভট্টাচার্যের সহকারি হিসেবেও ছবির পরিচালনা করেছেন তিনি। বাসু চট্টোপাধ্যায়ের ছবি যেন মধ্যবিত্ত পরিবারের কষ্ট, দুর্দশার এক জীবন্ত দলিল হয়ে রয়ে গিয়েছে। বেশ কিছু বাংলা ছবির পরিচালনাও করেছিলেন। ফিল্মের পাাশাপাশি ধারাবাহিকের পরিচালকের আসনেও দেখা গিয়েছিল তাঁকে। দূরদর্শনের জনপ্রিয় সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’, ‘রজনী’র মতো ধারাবাহিকের পরিচালক বাসু চট্টোপাধ্যায়। 

[আরও পড়ুন:প্রয়াত ‘ওয়াদা রাহা সনম’-এর গীতিকার আনওয়ার সাগর, শোকের ছায়া বলিউডে]

বর্ষীয়ান পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও। অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিতের টুইটেই প্রথম এই শোকসংবাদ প্রকাশ্যে আসে। 

১৯২৭ সালে রাজস্থানের আজমেঢ়-এ জন্মগ্রহণ করেন তিনি। কেরিয়ার শুরু করেছিলেন চিত্রশিল্পী হিসেবে। তৎকালীন মুম্বই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড ব্লিৎজ-এর অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসেবেই তাঁর কর্মজীবনের শুরু। উল্লেখ্য, ছবি পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ ছবিতে তিনি বসু ভট্টাচার্যের সহকারী হিসাবে কাজ করেন। বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ছবি ‘সারা আকাশ’।

[আরও পড়ুন: বাংলা ধারাবাহিকে বন্ধ ঘনিষ্ঠ দৃশ্য, টলিপাড়ায় ৫ ঘণ্টার বৈঠকেও শুটিং নিয়ে জট কাটল না]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে