Advertisement
Advertisement
RG Kar Incident

‘এখানে ধর্ষিত হয় মানবতা, প্রহসন নারী স্বাধীনতা!’, RG Kar কাণ্ডে প্রতিবাদী ‘আগুনপাখি’ নচিকেতা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে কবিতা বাঁধলেন নচিকেতা।

RG Kar Incident: Nachiketa Chakraborty pens down emotional poem
Published by: Sandipta Bhanja
  • Posted:August 14, 2024 5:12 pm
  • Updated:August 14, 2024 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। বাংলার আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সমাজে নিজেদের সম্মান, অধিকার, স্বাধীনতার অবস্থান বুঝে নিতে স্বাধীনতা দিবসের মাঝরাতে ১৪ আগস্ট প্রতিবাদী মিছিলে শামিল হচ্ছেন নারীরা। সেই আন্দোলনকেই অনেকে প্রতীকীভাবে বলছেন, “দূর্গাপুজোর অনেক আগেই এবার মহালয়া। মহিষাসুর বধের পালা।” সেই আবহেই কবিতা প্রতিবাদী বাঁধলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। কবিতা পাঠেই নচিকেতা বুঝিয়ে দিলেন, জ্যান্ত উমাদেরই যেখানে রক্ষা করতে পারছি না, সেখানে মৃন্ময়ী মায়ের না আসাই ভালো। 

মঙ্গলবারই গায়ক অনিন্দ্য বোস লিখেছিলেন, “‘বুদ্ধিজীবিরা’ চুপ, ‘বিদ্রোহী’ গায়করা? কিংবা ভীষণ সহানুভূতিশীল কবি/কবিনী? বাদবাকি ‘শিল্পী’রা? আপনারা মৃত…জানেন?” সেই পোস্ট ভাইরাল হওয়ার পরদিনই আগুনপাখি নিজের মতো করে কবিতা লিখলেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে। নচিকেতা নিজেও একজন কন্যাসন্তানের পিতা। তাঁর কবিতায় ফুটে উঠল, মৃন্ময়ী, চিন্ময়ীর কথা। 

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: সিবিআই তদন্তে আস্থা কঙ্গনার, ‘এই ভারত মহিলাদের জন্য নয়’, গর্জন স্বরার]

সদ্য রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মান পাওয়া নচিকেতার কলমে যেন আরও একবার আগুন ঝরে পড়ল। তিনি লিখলেন এবং পাঠ করলেন, “মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কী করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়েছে গভীরতা, নারী সম্মান পথের ধুলোয়, প্রহসন নারী স্বাধীনতা!… মা তুমি এসো না… পারব না দিতে সম্মান। মেয়েকেই দিতে পারিনি। লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই, আরও কত লক্ষ টাকার বসন-ভূষণ। এদিকে আমার মেয়ে বসনহীন হাসপাতালে, আকাশ-বাতাস কালো করে ঘৃণার দূষণ। মা তুমি এসো না এই বিচারহীন পৃথিবীতে। তুমি এসোই না…।” সেই কবিতা পাঠের ভিডিও শেয়ার করে নচিকেতা লিখেছেন, “আমার প্রতিবাদ।”

Advertisement

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের কালো অধ্যায়’, ‘এমার্জেন্সি’র ট্রেলারে ঝাঁজাল ইন্দিরারূপী কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ