সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ মেঘলা। কখনও অল্প স্বল্প রোদ উঁকি মারলেও ঝিরি ঝিরি বৃষ্টি শহরকে ভিজিয়ে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। তবে এরই মাঝে যদি জলের মধ্যে আগুন জ্বলে যায়! ভাবছেন এ আবার কেমন কাণ্ড? জলের মধ্যে আগুন! আসলে এই আগুন রূপের। যা দেখলে পুরুষের হৃদয়ে ভালবাসার বাস্প জমাট বাঁধবে।
উপরের এই গৌরচন্দ্রিকা একেবারেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)জন্য। মেঘলা শহরে ঋতাভরী যেন উষ্ণতা ছড়িয়ে দিলেন সুইমিং পুলের জলে। নীল জলে যেন ছড়িয়ে পড়ল ঋতাভরীর রূপের আগুন। আর তা দেখেই নেটদুনিয়ায় একেবারে হইচই শুরু।
[আরও পড়ুন: সৃজিতের ‘শ্রীচৈতন্য’র বায়োপিকে ‘মহাপ্রভু’ হচ্ছেন না যিশু সেনগুপ্ত!]
তা কী করলেন ঋতাভরী?
সম্প্রতি ঋতাভরী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বিকিনি পরে জলকেলি করতে ব্যস্ত ঋতাভরী। সঙ্গে বেজে উঠেছে বলিউডের রেস ছবির জনপ্রিয় গান ‘খোওয়াব দেখে ঝুটে মুটে’। জলের মধ্যে সাঁতার নয়, বরং নানা শরীরী কায়দায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। জলের মধ্যেই বলিউডি নাচের সঙ্গে হিপহপ মেশালেন তিনি। ভিডিও দেখে নেটিজনেরা বলছেন, ঋতাভরী ঠিক যেন মৎসকন্যা।
View this post on Instagram
ঋতাভরীর পরনে ফুল ফুল ছাপের কালো রঙের বিকিনি। ভেজা চুল, ভেজা শরীরে, গোটা সুইমিং পুলে আগুন জ্বালিয়ে দিলেন অভিনেত্রী।
View this post on Instagram
ভিডিও পোস্ট করে ঋতাভরী লিখলেন, আমি কর্কট। জলই আমার কাছে স্বর্গ। আমি সারাটা দিন জলেই থাকতে পারি!