Advertisement
Advertisement
Rituparna Sengupta

অবশেষে স্বস্তি, টাকা দিল বিমা সংস্থা, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঋতুপর্ণার মা

মা নন্দিতা সেনগুপ্তকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Rituparna Sengupta files complaint against insurance company | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:February 2, 2024 5:08 pm
  • Updated:February 2, 2024 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ছুটি দিলেও হাসপাতাল থেকে মাকে বাড়ি ফেরাতে পারছিলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিমা সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিনেত্রী। এবার শেষমেশ শুক্রবার বিকেলে মা নন্দিতা সেনগুপ্তকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরেছেন ঋতুপর্ণা। বিমা সংস্থা টাকা দেওয়ায় সমস্যার সমাধান হয়েছেন। 

অভিনেত্রী মা নন্দিতা সেনগুপ্ত গত ২৫ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার নন্দিতাদেবীকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু বিমা সংস্থার অসহযোগিতার কারণেই তিনি বাড়ি ফিরতে পারছিলেন না। সুগার, উচ্চরক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুপর্ণার মা। গতকাল ডাক্তার তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেও বিল নিয়ে বিমা সংস্থা পরিবারের সঙ্গে অসহযোগিতা করছিল। তাই বাড়ি ফিরতে চাইলেও ফেরা আর হচ্ছিল না। যার জন্য ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথাও জানান ঋতুপর্ণা। শুক্রবার বেলায় সংবাদমাধ্যমে এই নিয়ে একপ্রস্থ শোরগোল হওয়ার পরই সমস্যা মিটল। বিমা সংস্থার তরফে মেডিক্লেমের টাকা দেওয়া হয়েছে। পূর্ণ সহযোগিতার জন্য আমরি হাসপাতালকেও ধন্যবাদ জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত।   

Advertisement

প্রথমে ঋতুপর্ণা জানিয়েছিলেন, “একটি বিমা সংস্থার সঙ্গে আমাদের সাংঘাতিক সমস্যা চলছে। এবং আমার মাকে আমরি থেকে দু দিন আগেই ছেড়ে দেওয়ার কথা। কিন্তু বিমা সংস্থার তরফে ভীষণ সমস্যার সৃষ্টি করছে। মাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে পারছি না। আমি প্রয়োজনে সমস্ত বিল মিটিয়ে দিয়ে মাকে নিয়ে আসতেই পারি। বিমা সংস্থা যেহেতু এভাবে প্রতারণা করছে, তাই আমি এভাবে অভিযোগ জানাচ্ছি। আমাদের যে এজেন্ট আছে, তিনি এটার সঙ্গে জড়িত। এবং এর আগেও আমার অডি গাড়ি নিয়ে প্রচণ্ড সমস্যা হয়েছে। কেয়ার বিমা সংস্থার বিরুদ্ধে আমি একটা অভিযোগ দায়ের করছি। এইধরণের কাজ যদি এই সংস্থা অনবরত করতে থাকে, আমি জানি না বাকি সকলে কতটা নিরাপদ। তাই জন্য আমি পদক্ষেপ করলাম।” 

Advertisement

[আরও পড়ুন: ‘অসময়’ সিরিজে তাসনিয়ার সুসময়, এপার বাংলার মন জয় করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী]

এরপরই অভিনেত্রীর বলেছিলেন, “একজন বয়স্ক মহিলাকে কীভাবে হেনস্তা করছে ওই বিমা সংস্থা। ওদের কাছে সমস্ত কাগজপত্র দেওয়া সত্ত্বেও টাকা দিচ্ছে না। আমাদের তরফ থেকে যা যা চাওয়া হয়েছিল সব দিয়েছি। আমার মা বাড়ি ফিরতে চাইলেও পারছেন না। বিমা সংস্থার এহেন কাজে উনি আরও দ্বিগুণ অসুস্থ হয়ে পড়ছে। আমি দেখতে চাই যে এই বিমা সংস্থা আর কত দূর যেতে পারে!” কিন্তু এই খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই সমস্যার সমাধান হল। মাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরতে বাড়ি ফিরতে পেরেছেন তিনি। সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদও জানালেন। তবে ভবিষ্যতে যাতে এধরণের কোনও সমস্যা না করে কোনও বিমা সংস্থা, সেই জন্যও উদ্বেগ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 

[আরও পড়ুন: মৃত্যুর ৩ দিন আগেও বলিউডে চুটিয়ে পার্টি করেছেন পুনম পাণ্ডে, বিশ্বাসই হচ্ছে না বন্ধুদের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ