BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘এবার শুধু বললাম, পরেরবার…’, ফের হুমকি সলমনকে, বান্দ্রা থানায় দায়ের FIR

Published by: Suparna Majumder |    Posted: March 20, 2023 9:08 am|    Updated: March 20, 2023 9:08 am

Salman Khan again received threat, Mumbai Police beefs up security | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হুমকি দেওয়া হল সলমন খানকে (Salman Khan)। এবার বান্দ্রা থানায় FIR দায়ের করেছেন অভিনেতার বন্ধু তথা ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকর। ঘটনার জেরে সলমন খানের বাড়ির সামনের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ।

Salman

শোনা যাচ্ছে, এবার ই-মেল মারফত সুপারস্টারকে হুমকি দেওয়া হয়েছে। আর তাতে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের নাম করে দেওয়া হয়েছে। যাতে প্রশান্তকে উদ্দেশ্য করে লেখা, “তোর বস সলমনের সঙ্গে গোল্ডি ভাই দেখা করবে। ইন্টারভিউ (লরেন্স বিষ্ণোইর) দেখেই ফেলেছে ও, না দেখলে দেখে নিতে বলিস। ম্যাটার ক্লোজ করতে হলে কথা বলিয়ে দিস, সরাসরি বলতে হলেও জানিয়ে দিস। সময় আছে বলেই এবার শুধু বললাম, পরেরবার ঝটকা দেখতে পাবি।”

[আরও পড়ুন: বাড়িতে উদ্ধার ওড়িশার ‘স্মাইলিং ডিজে’র ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]

এমন বার্তা পেয়েই বান্দ্রা থানায় চলে যান প্রশান্ত। সেখানে FIR দায়ের করেন তিনি। লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারের পাশাপাশি মোহিত গর্গের নামেও অভিযোগ জানানো হয়েছে বলে খবর। এই মোহিতও নাকি লরেন্সের কাছের মানুষ। ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার সময় থেকেই লরেন্সের বিষ নজরে সলমন। ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে। সুপারস্টারের প্রাণনাশের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে।

Salman-1

বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকির জেরে এর আগেও সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। Y+ ক্যাটাগোরির নিরাপত্তা রয়েছে সলমনের। এত কিছু সত্ত্বেও গতবছর সলমন খানের বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। তারপরই মুম্বই পুলিশের কাছে আত্মরক্ষার্থে অস্ত্র রাখার আবেদন জানিয়েছিলেন সলমন।

[আরও পড়ুন: ‘আমায় বিয়ে করবেন?’, বিমানবন্দরে ভক্তকে গোলাপ দিয়ে প্রস্তাব রোহিতের! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে