সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে জড়িয়ে পড়েছ্লি ‘লাভরাত্রি’৷ এই সিনেমার নাম ও বিষয়বস্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেছে বলেই অভিযোগ উঠেছিল৷ আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এবার ‘লাভরাত্রি’-র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন ভাইজান৷ ‘লাভরাত্রি’ হয়ে গেল ‘লাভযাত্রী’৷ টুইটারে একথা জানান সলমন খান৷ নিজের প্রযোজিত এই সিনেমার নাম পরিবর্তনের পর একটি পোস্টারও প্রকাশ করেন তিনি৷ এটা বানানের ভুল নয় বলেও টুইটে উল্লেখ করেন সল্লুভাই৷
This is not a spelling mistake… #loveyatri #lovetakesover…@SKFilmsOfficial @aaysharma @Warina_Hussain @abhiraj21288 @TSeries pic.twitter.com/WcI5tbXkke
— Salman Khan (@BeingSalmanKhan) September 18, 2018
[আইনি বিপাকে পড়তে পারে টিম ‘লাভরাত্রি’, কিন্তু কেন?]
পুরোদস্তুর রোম্যান্টিক গল্প ‘লাভরাত্রি’। সুশ্রুত মফঃস্বলের ছেলে। অ্যাম্বিশন জিনিসটা তার মধ্যে একেবারেই নেই। নিজের জীবন সে উপভোগ করতে ভালবাসে। বৃথা ইঁদুরদৌড়ে শামিল হওয়া তার অপছন্দ। এমন একটি ছেলে হঠাৎই এক এনআরআই মেয়ের প্রেমে পড়ে। নবরাত্রির সময় বরোদায় এসেছিল সে। তখনই তাদের দেখা হয়। প্রথম দেখা থেকেই মেয়েটির প্রেমে হাবুডুবু খেতে শুরু করে সুশ্রুত। মেয়েটিও সুশ্রুতের উপর দুর্বল হয়ে পড়ে।কিন্তু এসব ক্ষেত্রে যা হয়, এখানেও তাই হল। মেয়েটির এনআরআই বাবা এই সম্পর্কে রাজি নয়। প্রেমিকাকে পেতে গুজরাট ছেড়ে বিদেশে পাড়ি দেয় সুশ্রুত। আলোচনা, মারামারি সবই আছে ছবিতে। কিন্তু এতে কি সমস্যার সমাধান হয়? এই নিয়েই ছবি। ছবির গল্প ও নাম নিয়েই আপত্তি আইনজীবী সুধীর কুমার ওঝার৷ ওই আইনজীবী বিহারের মুজাফ্ফরপুর আদালতে জানান, নবরাত্রির প্রেক্ষাপটে তৈরি ‘লাভরাত্রি’-র নাম ও বিষয়বস্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেছে৷ এই অভিযোগের ভিত্তিতেই ওই আদালতে মামলা রুজু করেন তিনি৷ আইনজীবীর অভিযোগের ভিত্তিতে বিচারক শৈলেন্দ্র রাই টিম ‘লাভরাত্রি’-র বিরুদ্ধে মিঠানপুর থানার পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন৷
[শ্বাসকষ্টে ভুগছেন প্রিয়াঙ্কা! অভিনেত্রীর টুইটে মন খারাপ অনুরাগীদের]
উল্লেখ্য, এর আগে ‘পদ্মাবতী’ সিনেমা তৈরি করতে গিয়েও বিপাকে জড়িয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি৷ সেন্সর বোর্ডের কাঁচি ও কর্ণি সেনার চাপের মুখে সিনেমার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ ‘পদ্মাবতী’ মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’ নামে৷ আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এবার সলমনও তাঁর প্রযোজিত সিনেমার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন৷